#মুম্বই: ফের শূন্য বলে আউট হলেন বিরাট কোহলি (Virat Kohli)৷ আরও একবার গোল্ডেন ডাক হলেন তিনি৷ রবিবার সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad-SRH)বিরুদ্ধে আইপিএল-এর (IPL 2022) গুরুত্বপূর্ণ ম্যাচে ফের প্রথম বলেই আউট হয়ে গেলেন তিনি৷ মুম্বই-এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ওপেন করতে নেমে প্রথম বলেই আউট হন বিরাট৷ এদিন তাঁকে আউট করেন স্পিনার জগদীশ সুচিথ (Jagadeesha Suchith)৷ এই নিয়ে আইপিএল-এ তিনবার গোল্ডেন ডাক (golden duck) হলেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন৷
From being run machine to being duck machine king loli has came a long way#RCBvSRH #Kohli pic.twitter.com/1gYEphLPn8
— ~Hydra™࿗ (@Besttroller49) May 8, 2022
এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore- RCB)৷ অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সঙ্গে মাঠে নামেন বিরাট৷ জগদীশ সুচিথের বলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন বিরাট৷ রানের আশা ব্যার্থ করে, সুপার সানডে-তে সুপার ফ্লপ বিরাট কোহলি৷ আইপিএলের ইতিহাসে ৬ বার প্রথম বলে আউট হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র তারকা ক্রিকেটার৷
#ViratKohli𓃵 Again OUT on Golden duck. #RCBvSRH #SRHvRCB pic.twitter.com/WGhFFyaJ7y
— Jeetendra (@Jeetendra0908) May 8, 2022
আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬,৫০০ রানে পৌঁছনো থেকে মাত্র এক রান দূরে ছিলেন কোহলি। তবে এবার আইপিএল-এ একেবারে ছন্দে পাওয়া যাচ্ছে না বিরাট কোহলিকে৷ আরও একবার ভক্তদের আশা ভেঙে প্যাভিলিয়ানে ফিরলেন তিনি৷
আরও পড়ুন Ashish Nehra: ক্যামেরায় ধরা পড়ল আশিস নেহেরার কুকীর্তি! ছিঃ ছিঃ পড়ে গেল আইপিএলে
২০০৮-এর আইপিএল-এ প্রথমবার গোল্ডেন ডাক হন বিরাট কোহলি৷ প্রথম বলে তাঁকে আউট করেন আশিস নেহরা৷ এরপর আইপিএল ২০১৪-তে সন্দীপ শর্মা এবং আইপিএল ২০১৭-এ নথন কউল্টাপ নাইলের কাছে আউট হন তিনি৷ যদিও ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১২টি ম্যাচে ৩ বার গোল্ডেন ডাক হলেন বিরাট৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jagadeesha Suchith, Virat Kohli