IPL 2022 Virat Kohli: বারবার তিনবার! ফের গোল্ডেন ডাক বিরাট কোহলির, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

সুপার সানডে-তে সুপার ফ্লপ বিরাট৷

Virat Kohli
Virat Kohli
#মুম্বই: ফের শূন্য বলে আউট হলেন বিরাট কোহলি (Virat Kohli)৷ আরও একবার গোল্ডেন ডাক হলেন তিনি৷ রবিবার সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad-SRH)বিরুদ্ধে আইপিএল-এর (IPL 2022) গুরুত্বপূর্ণ ম্যাচে ফের প্রথম বলেই আউট হয়ে গেলেন তিনি৷ মুম্বই-এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ওপেন করতে নেমে প্রথম বলেই আউট হন বিরাট৷ এদিন তাঁকে আউট করেন স্পিনার জগদীশ সুচিথ (Jagadeesha Suchith)৷ এই নিয়ে আইপিএল-এ তিনবার গোল্ডেন ডাক (golden duck) হলেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন৷
advertisement
এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore- RCB)৷ অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সঙ্গে মাঠে নামেন বিরাট৷ জগদীশ সুচিথের বলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন বিরাট৷ রানের আশা ব্যার্থ করে, সুপার সানডে-তে সুপার ফ্লপ বিরাট কোহলি৷ আইপিএলের ইতিহাসে ৬ বার প্রথম বলে আউট হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র তারকা ক্রিকেটার৷
advertisement
আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬,৫০০ রানে পৌঁছনো থেকে মাত্র এক রান দূরে ছিলেন কোহলি। তবে এবার আইপিএল-এ একেবারে ছন্দে পাওয়া যাচ্ছে না বিরাট কোহলিকে৷ আরও একবার ভক্তদের আশা ভেঙে প্যাভিলিয়ানে ফিরলেন তিনি৷
advertisement
২০০৮-এর আইপিএল-এ প্রথমবার গোল্ডেন ডাক হন বিরাট কোহলি৷ প্রথম বলে তাঁকে আউট করেন আশিস নেহরা৷ এরপর আইপিএল ২০১৪-তে সন্দীপ শর্মা এবং আইপিএল ২০১৭-এ নথন কউল্টাপ নাইলের কাছে আউট হন তিনি৷ যদিও ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১২টি ম্যাচে ৩ বার গোল্ডেন ডাক হলেন বিরাট৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022 Virat Kohli: বারবার তিনবার! ফের গোল্ডেন ডাক বিরাট কোহলির, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement