IPL 2022, Group format: দুটি গ্রুপে ভাঙা হল ১০ দলকে, আইপিএলে প্রতিটা দল খেলবে লিগে ১৪ ম্যাচ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
IPL 2022 unveils new format for 10 teams in two groups. দশটি দলের নতুন আইপিএলে নতুন কায়দায় গ্রুপ বিন্যাস
#মুম্বই: আটের বদলে দশ দল হওয়ার কারণে এবারের আইপিএল গ্রুপ বিন্যাসে কিছুটা পরিবর্তন করতেই হত। সেটাই হল শেষ পর্যন্ত। আইপিএলের পঞ্চদশ সংস্করণ শুরু ২৬ মার্চ থেকে। ফাইনাল ২৯ মে। লিগ পর্যায়ের খেলাগুলি সীমাবদ্ধ থাকছে মহারাষ্ট্রেই। ১০টি দলকে রাখা হয়েছে ভার্চুয়াল গ্রুপে। নতুন দুই দলকে দুই গ্রুপে রেখে বাকি ৮টি দলকে রাখা হয়েছে আইপিএল খেতাব জয়-সহ টুর্নামেন্টের ইতিহাসে সামগ্রিক পারফরম্যান্সের নিরিখে।
প্রতিটি গ্রুপে থাকা দল একে অপরের বিরুদ্ধে দুটি করে এবং অপর গ্রুপের পাঁচটি দলের মধ্যে চারটির বিরুদ্ধে একটি করে এবং ওই গ্রুপের বিন্যাসে একই সারিতে থাকা বাকি দলটির সঙ্গে দুটি ম্যাচ খেলবে। আইপিএলে সফলতম তথা পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে গ্রুপ এ-তে রাখা হয়েছে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসকে। গতবার-সহ চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সঙ্গে গ্রুপ বি-তে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স।
advertisement
advertisement
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ৬ বার ফাইনাল খেলে ৫ বার খেতাব জিতেছে। ফলে তারাই ১ নম্বর দল। দুই নম্বর দল চেন্নাই সুপার কিংস, তারা ৯ বার ফাইনাল খেলে ৪ বার খেতাব জিতেছে। কলকাতা নাইট রাইডার্স তিনটি ফাইনাল খেলে দু-বার চ্যাম্পিয়ন হওয়ায় রয়েছে তৃতীয় স্থানে। সানরাইজার্স হায়দরাবাদ দুটি ফাইনাল খেলে একবার চ্যাম্পিয়ন, তারা রয়েছে চারে। রাজস্থান রয়্যালস ১ বার ফাইনাল খেলে ১ বারই চ্যাম্পিয়ন, ভার্চুয়াল গ্রুপবিন্যাসে তারা পেয়েছে পঞ্চম স্থান।
advertisement
🚨 NEWS: Key decisions taken in IPL Governing Council meeting regarding #TATAIPL 2022 Season. Tournament to commence on March 26, 2022. Final on May 29, 2022. 7⃣0⃣ league matches to be played across 4⃣ venues in Mumbai & Pune. Playoff venues to be decided later. Details 🔽
— IndianPremierLeague (@IPL) February 25, 2022
advertisement
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আছে ছয়ে, তারা তিনবার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি। দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস (পূর্বতন কিংস ইলেভেন পাঞ্জাব) ১ বার করে ফাইনালে উঠেও খেতাব দখল করতে পারেনি, এই দুই দল আছে যথাক্রমে সাত ও আটে। নবম ও দশম দল যথাক্রমে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স।
দুই গ্রুপে নিজেদের স্থানের নিরিখে যারা আলাদা গ্রুপের একটি দলের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে সেই তালিকা অনুযায়ী মুম্বই ইন্ডিয়ান্স দুটি ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে, রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে, দিল্লি ক্যাপিটালস পঞ্জাব কিংসের বিরুদ্ধে এবং লখনউ সুপার জায়ান্টস গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। প্রতিটি দল মুম্বইয়ের ওয়াংখেড়ে ও ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে চারটি করে ম্যাচ খেলবে। তিনটি করে ম্যাচ খেলতে হবে ব্র্যাবোর্ন স্টেডিয়াম ও পুনের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
advertisement
ওয়াংখেড়ে স্টেডিয়াম - ২০ ম্যাচ
ব্রেবোর্ন স্টেডিয়াম - ১৫ ম্যাচ
ডি ওয়াই পাতিল -২০ ম্যাচ
এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম - ২০ ম্যাচ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2022 9:02 PM IST