IPL 2022: ৩ মরশুমে উমেশ যাদব যা করেছিলেন মাত্র ৩ ম্যাচেই তা করে ফেললেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2022: ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নেন৷ তাঁর আইপিএল কেরিয়ারে এটা সেরা প্রদর্শন৷
#মুম্বই: উমেশ যাদবের (Umesh Yadav) আইপিএল ২০২২ এ শানদার পারফরম্যান্স জারি৷ তিনি আইপিএল ২০২২ এ (IPL 2022) কেকেআর বনাম পঞ্জাব কিংস (KKR vs PBKS) ম্যাচে ৪ উইকেট নেন৷ তিনি কেকেআর ম্যাচের প্রথমার্ধে বোলিং করে আইপিএলে তিন ম্যাচে সর্বোচ্চ ৮টি উইকেট নিয়েছেন৷ সিজিনের শুরুতেই ধামাকা শুরু করেছেন৷ আইপিএল ২০২১ তিনি সুযোগ পাননি৷ ২০২০ তে ২ ম্যাচে কোনও উইকেট নিতে পারেননি৷ এদিকে ২০১৯ সালে ১১ ম্যাচ ৮ উইকেট নিয়েছিলেন৷ তিনি ৯ বার প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়া পেসার৷ ম্যাচ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল৷ কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে (KKR vs PBKS)১৮.২ ওভারে ১৩৭ রান করে আউট হয়ে যায়৷
উমেশ যাদবের (Umesh Yadav) আগে ২ ম্যাচে ৪ উইকেট নিয়ে নেয়৷ পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ওভারে অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল ১ রানে আউট হয়েছিলেন৷ খতরনাক হয়ে উঠছিলেন এমন লিয়াম লিভিংস্টোন আউট হয়ে যায়৷ তাঁর ১৬ বে ১৯ রান করেন৷ উমেশ যাদব এরপর হরপ্রীত ব্রারকেও ১৪ রানে আউট করে দেন৷ এটা বোল্ড করেন তিনি৷
advertisement
9.3 - Sunil Narine becomes the leading wicket taker against Punjab. 14.4 - Umesh Yadav becomes the leading wicket taker against Punjab.#KKRHaiTaiyaar #KKRvPBKS #IPL2022 pic.twitter.com/DbD4VJNxSR
— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2022
advertisement
.@y_umesh played just 2 games in last 2 seasons in the IPL. And even with the Indian team he only gets a game when someone's injured or rested. But such is his attitude that you never see him complain. Warms my heart to see him do well. One of the good guys. #KKRvPBKS #IPL2022 pic.twitter.com/MFDwiNgJWr
— Wasim Jaffer (@WasimJaffer14) April 1, 2022
advertisement
Umesh Yadav what a comeback man 🙌🙇♂️#KKRvPBKS pic.twitter.com/ZzUcTkvWHH
— SM (@dickjorsey) April 1, 2022
এরপর রাহুল চাহার শূন্য করেই আউট হয়ে যায়৷ তিনি ৪ ওভারে একটি মেডেন ওভার করেন৷ ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নেন৷ তাঁর আইপিএল কেরিয়ারে এটা সেরা প্রদর্শন৷ এর আগে ২৪ রান দিয়ে ৪ উইকেট তাঁর সেরা পারফরম্যান্স ছিল৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2022 10:11 PM IST