IPL 2022: ৩ মরশুমে উমেশ যাদব যা করেছিলেন মাত্র ৩ ম্যাচেই তা করে ফেললেন

Last Updated:

IPL 2022: ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নেন৷ তাঁর আইপিএল কেরিয়ারে এটা সেরা প্রদর্শন৷

Umesh Yadav took 4 wkts for 23 runs pbks vs kkr- Photo-PTI
Umesh Yadav took 4 wkts for 23 runs pbks vs kkr- Photo-PTI
#মুম্বই: উমেশ যাদবের  (Umesh Yadav) আইপিএল ২০২২ এ শানদার পারফরম্যান্স জারি৷ তিনি আইপিএল ২০২২ এ   (IPL 2022) কেকেআর বনাম পঞ্জাব কিংস (KKR vs PBKS) ম্যাচে ৪ উইকেট নেন৷ তিনি কেকেআর ম্যাচের প্রথমার্ধে বোলিং করে আইপিএলে তিন ম্যাচে সর্বোচ্চ ৮টি উইকেট নিয়েছেন৷ সিজিনের শুরুতেই ধামাকা শুরু করেছেন৷ আইপিএল ২০২১ তিনি সুযোগ পাননি৷ ২০২০ তে ২ ম্যাচে কোনও উইকেট নিতে পারেননি৷ এদিকে ২০১৯ সালে ১১ ম্যাচ ৮ উইকেট নিয়েছিলেন৷ তিনি ৯ বার প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়া পেসার৷ ম্যাচ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল৷ কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে (KKR vs PBKS)১৮.২ ওভারে ১৩৭ রান করে আউট হয়ে যায়৷
উমেশ যাদবের (Umesh Yadav) আগে ২ ম্যাচে ৪ উইকেট নিয়ে নেয়৷ পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ওভারে অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল ১ রানে আউট হয়েছিলেন৷ খতরনাক হয়ে উঠছিলেন এমন লিয়াম লিভিংস্টোন আউট হয়ে যায়৷ তাঁর ১৬ বে ১৯ রান করেন৷ উমেশ যাদব এরপর হরপ্রীত ব্রারকেও ১৪ রানে আউট করে দেন৷ এটা বোল্ড করেন তিনি৷
advertisement
advertisement
advertisement
এরপর রাহুল চাহার শূন্য করেই আউট হয়ে যায়৷ তিনি ৪ ওভারে একটি মেডেন ওভার করেন৷ ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নেন৷ তাঁর আইপিএল কেরিয়ারে এটা সেরা প্রদর্শন৷ এর আগে ২৪ রান দিয়ে ৪ উইকেট তাঁর সেরা পারফরম্যান্স ছিল৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: ৩ মরশুমে উমেশ যাদব যা করেছিলেন মাত্র ৩ ম্যাচেই তা করে ফেললেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement