Rohit Sharma: প্রথম ম্যাচে দিল্লির কাছে হারের পাশাপাশি আরও বড় ধাক্কা রোহিত শর্মার জন্য !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Rohit Sharma slow-over rate: মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেলেন তিনি ৷ এ বারের আইপিএলের প্রথম অধিনায়ক হিসেবে এই শাস্তি পেলেন রোহিত শর্মা ৷
মুম্বই: আইপিএলের এ বছর শুরুটা ভাল হল না রোহিত শর্মার ৷ প্রথম ম্যাচে দল হারল দিল্লি ক্যাপিটালসের কাছে ৷ সেই সঙ্গে স্লো ওভার রেটের জন্য জরিমানাও করা হল মুম্বই অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ৷ মোট ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হল রোহিতকে (Rohit Sharma slow-over rate) ৷
মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেলেন তিনি ৷ এ বারের আইপিএলের প্রথম অধিনায়ক হিসেবে এই শাস্তি পেলেন রোহিত শর্মা ৷ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে দিল্লির কাছে হারতে হয়েছে মুম্বইয়ের ৷ নির্ধারিত টার্গেটে পৌঁছতে মাত্র ১৮.২ ওভারই লাগে দিল্লির ৷
advertisement
advertisement
চলতি টুর্নামেন্টে একই অপরাধ আরও একবার করলে আরও বড় শাস্তির মুখোমুখি হতে পারেন রোহিত এবং তাঁর ফ্র্যাঞ্চাইজিকে ৷
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের শুরুতেই হার। দিল্লি ক্যাপিটালসের কাছে হার রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালস সবাইকে চমকে দিল। ঈশান কিষাণ এদিন ৪৮ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেললেন। রোহিত শর্মা করলেন ৩২ বলে ৪১ রান। ঈশান কিষাণের দাপটে এদিন মুম্বই প্রথমে ব্যাট করে তোলে ১৭৭ রান। জবাবে দিল্লি ক্যাপিটালস ১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 28, 2022 11:45 AM IST