দু ম্যাচ পরপর হার, এ কী রূপ ঋষভ পন্থের, যাচ্ছেতাই বললেন ক্রিকেটারদের

Last Updated:

IPL 2022: ১০ এপ্রিল কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স ৷ তার আগে পরপর হারে বিরক্ত ঋষভ পন্থ৷

Rishabh Pant slams delhi capitals batting after 2nd loss- Photo-PTI
Rishabh Pant slams delhi capitals batting after 2nd loss- Photo-PTI
#মুম্বই: নিজের প্রথম খেতাবের খোঁজে দিল্লি ক্যাপিটাল্স (Delhi Capitals) দল খুঁজছিল, তার বদলে কপালে এল ফের হার৷ আইপিএল ২০২২ এ লাগাতার দ্বিতীয় হারের মুখোমুখি হতে হল৷ আইপিএল ২০২২ এ বৃহস্পতিবার লখনউ সুপার জায়ন্টস দিল্লিকে ৬ উইকেটে মাত দেয়৷ দিল্লি দলের পৃথ্বী শ অর্ধ শতরানের পরেও ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৯ রান করেছিল৷ এরপরে লখনউ ২ বল বাকি থাকতেই ৪ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক ঋষভ পন্থ খুবই নিরাশ হয়েছেন এবং ক্রিকেটারদের ওপর ক্ষোভ উগড়ে দেন৷
দিল্লির জন্য পৃথ্বী শ ৩৪ বলে ৯ টি চার ও ২ টি ছক্কার সাহায্যে ৬১ রান করেন৷ অধিনায়ক ঋষভ পন্থ ৩৯ এবং সরফরাজ খান ৩৬ রানে নটআউট থাকেন৷ দুজনের জুটিতে  ৭৫ রানের পার্টনারশিপ হয়৷ কিন্তু এত কিছুর পরেও দিল্লি সেভাবে বড় রান করতে ব্যর্থ৷ লখনউয়ের উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলেন৷ তাঁর ব্যাটিংয়ের সুবাদেই ম্যাচের পাল্লা পুরোপুরি লখনউয়ের দিকে ঘুরে যায়৷ আয়ুষ বাদানি উইনিং সিক্স মারেন৷ ম্যান অফ দ্য ম্যাচ হন কুইন্টন ডি ককই৷ চিনি ৫২ বলের ইনিংসে ৯ টি চার ও ২ টি ছক্কা হাঁকান৷
advertisement
advertisement
অধিনায়ক পন্থ ম্যাচের পর বলেন, ‘‘যখন শিশির পরে তখন এরকম হয় তখন আপনি অভিযোগ করতে পারেন না৷ একজনের ক্রিকেটারের রান ১০-১৫ রান কম হয়ে যায়৷ শেষে আবেশ খান এবং জেসন হোল্ডার ফেরার পুরো করেন এর কৃতিত্ব তাঁদের৷’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘দ্বিতীয় ইনিংসের শুরুতে প্রথমে কথাবার্তা হয়৷ আমরা বলেছিলাম ম্যাচের ৪০ ওভারের শেষ বল অবধি ১০০ শতাংশ দিতে হবে৷ তারপর পরিণাম যা খুশি হয়৷ পাওয়ার প্লে ঠিক ছিল, আমরা কোনও উইকেট পায়নি৷ আমাদের স্পিনাররা মাঝের ওভারে ভাল পারফর্ম করে৷ কিন্তু শেষ অবধি আমাদের ১০-১৫ রান কম ছিল৷
দিল্লি মুম্বই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়ে আইপিএল ২০২২-র জয় দিয়ে শুরু করে৷ তারপর গুজরাত লায়ন্স ও লখনউয়ের কাছে হারতে হয়৷ এখন ১০ এপ্রিল  তারা খেলবে দারুণ ফর্মে কেকেআরের বিরুদ্ধে৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দু ম্যাচ পরপর হার, এ কী রূপ ঋষভ পন্থের, যাচ্ছেতাই বললেন ক্রিকেটারদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement