IPL 2022: ফ্যাফের সঙ্গে ওপেন করছেন ক্ষেতে খেলা ‘এই’ ক্রিকেটার, ধোনি-পন্থ নয়, অন্য কেউ তাঁর গুরুদেব

Last Updated:

উত্তরাখণ্ডের অনুজ রাওয়াত (Anuj Rawat) এরকমই এক তরুণ৷ ২২ বছরের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আইপিএল ২০২২ (IPL 2022) এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলছেন৷

rcb wicketkeeper anuj rawat played cricket at farms before joining royal challengers bangalore(Photo @ anujrawat_1755/Instagram)
rcb wicketkeeper anuj rawat played cricket at farms before joining royal challengers bangalore(Photo @ anujrawat_1755/Instagram)
#মুম্বই: ভারতীয় ক্রিকেটের এটা দারুণ সুন্দর অধ্যায়৷ সেখানে জাতীয় দলে একটা পোস্টের জন্য দুজন নয় তিন থেকে চারজন সেরা ক্ষমতা সম্পন্ন প্লেয়ার সবসময়েই তৈরি রয়েছেন৷ সিনিয়র এবং অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদের দমদার প্রদর্শন করতেই থাকছেন৷ পাশাপাশি তারুণ্যে ভরা ক্রিকেটাররাও সবসময়েই পারফর্ম করেই চলেছেন৷ যাঁরা সিনিয়রদের সবসময়েই চাপের মধ্যে রেখেছেন৷ উত্তরাখণ্ডের অনুজ রাওয়াত  (Anuj Rawat) এরকমই এক তরুণ৷ ২২ বছরের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আইপিএল ২০২২ (IPL 2022) এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলছেন৷ প্রথম ম্যাচেই নিজের প্রভাব রেখেছেন এই তরুণ৷ ভারতের এই উঠতি উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি বা ঋষভ পন্থ নয়, শ্রীলঙ্কার কুমার সঙ্গকারার ব্যাটিং দেখে ব্যাটিং শিখেছেন৷
অনুজ রাওয়াত  (Anuj Rawat)  কিছুদিন আগেই নিউজ ১৮ কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর আদর্শ কুমার সঙ্গকারা৷ অনুজ জানিয়েছেন ছোটবেলায় ক্ষেতে খেলে বড় হয়েছেন৷ মাঠের মধ্যেই বন্ধুদের সঙ্গে খেলতেন তিনি৷ ক্ষেতে ক্রিকেট খেলা তাঁর ভাল লাগত৷ তবে ক্রিকেট খেলা দেখতে তাঁর ভাল লাগত না৷ এরজন্য তিনি কারোর ক্রিকেট খেলা দেখে ক্রিকেটার হননি৷ ২০১০ সালে দিল্লি আসেন আর ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হন৷ ২০১৭ সালে রণজি দলে সুযোগ পান৷ ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) তাঁকে সুযোগ দেয়৷ রবিবার আইপিএল ২০২২ (IPL 2022) প্রথমবার আরসিবি-র জার্সিতে আইপিএলে খেললেন এই তরুণ৷ অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের সঙ্গে ওপেন করেন তিনি৷ অনুজ গত বছর রাজস্থান রয়্যালসের সঙ্গে খেলেন৷
advertisement
advertisement
সঙ্গকারার ভিডিও দেখতে ভালবাসেন
২২ বছরের উইকেটকিপার ব্যাটসম্যান অনুজ রাওয়াত (Anuj Rawat) বলেছেন, ‘‘ যখন আমি খেলা শুরু করি তখন উইকেটকিপিংয়ে সঙ্গকারা টপে ছিললেন৷ সঙ্গাকারা বাঁহাতি ব্যাটসম্যান৷ আমি বাঁহাতি ব্যাটসম্যান তাই ওঁর থেকে অনেক কিছু শিখতে চেষ্টা করেছিলাম কী করে ব্যাট ধরতে হয়৷ কী করে শট খেলতে হয়৷ এইসব আমি ওঁর পুরনো ভিডিও দেখে শিখি৷’’
advertisement
উত্তরাখণ্ড থেকে এসে অনুজ দিল্লির ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হন, যা বিরাটের কোচ রাজকুমার শর্মা চালান৷ অনুজ জানিয়েছেন তাঁকে দারুণভাবে মোটিভেট করেন বিরাট কোহলি৷ অনুর্ধব ১৯ থেকেই বিরাট তাঁকে প্রভাবিত করে৷
advertisement
কিপিংয়ে মোটিভেশন থাকতে কম্পিটিশন জরুরি৷ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে সেরা উইকেটরক্ষকদের মধ্যে রয়েছেন ঋষভ পন্থ, ইশান কিশান, কেএল রাহুল, কেএস ভরত রেসে রয়েছেন৷ কিন্তু এর জন্য অনুজের চান্স কম মানতে নারাজ তিনি৷ এটাকে আরও ভাল দেওয়ার জন্য বাড়তি মোটিভেশন মনে করেন তিনি৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: ফ্যাফের সঙ্গে ওপেন করছেন ক্ষেতে খেলা ‘এই’ ক্রিকেটার, ধোনি-পন্থ নয়, অন্য কেউ তাঁর গুরুদেব
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement