IPL 2022: দুই প্রতিপক্ষকে একেবারে পুঁতে দিল কেকেআর, মুম্বই বধ করে পয়েন্ট টেবলে বড় ভোলবদল

Last Updated:

শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল ১২ ম্যাচ খেলে ৫ টি জয় পেল৷

IPL 2022: points table kolkata knight riders jump to 7th place
IPL 2022: points table kolkata knight riders jump to 7th place
#মুম্বই: কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২২ -র ৫৬ তম ম্যাচে ৫২ রানের বড় জয় হাসিল করেছে৷ পাশাপাশি এই জয়ের ফলে প্লেঅফের আশাও বাঁচিয়ে রেখেছে তারা৷ এই জয়ের ফলে কেকেআর গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট পেয়েছে আর এই জয়ের ফলে আইপিএল পয়েন্ট টেবলে তারা ২ ধাপ এক ধাক্কায় উঠে গেল৷ শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল ১২ ম্যাচ খেলে ৫ টি জয় পেল৷
কেকেআর যেখানে ২ ধাপ উঠে এসেছে৷ সেখানে পঞ্জাব কিংসের এক ধাপ নিচে নেমে গেছে৷ তারা ৮ নম্বর স্থানে পৌঁছে গেছে৷ যেখানে চেন্নাই সুপার কিংস ৮থেকে ৯ নম্বরে নেমে গেছে৷ শীর্ষে রয়েছে লখনউ সুপার জায়ন্টস৷ গুজরাত টাইটান্সকে রানরেটের বিচারে এক ধাপ পিছিয়ে রয়েছে তারা৷ এই দুই দলই ১১ ম্যাচে ৮ ম্যাচ জিতেছে৷
advertisement
advertisement
শানদার ফর্মে রয়েছেন বাটলার ও চাহাল
দিল্লি ক্যাপিটাল্স ৫ ম স্থানে, সানরাইজার্স হায়দরাবাদ ৬ নম্বরে, ৭ নম্বরে রয়েছে পঞ্জাব কিংস৷ আইপিএলের ইতিহাসের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স সবচেয়ে নিচে ১০ নম্বরে রয়েছে৷ তাই তাদের এবারের মতো প্লে অফের আশা শেষ৷ কিন্তু বাকি দলগুলি এখনও অবধি প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে, তারা যে কোনও মুহূর্তে খেলায় অঘটন ঘটাতে পারে৷
advertisement
রাজস্থানের জস বাটলারের কাছে অরেঞ্জ ক্যাপ রয়েছে৷ বাটলার ১১ ম্যাচে ৬১৮ রান করেছে৷ যার মধ্যে ৩ টি শতরান ও ৩ টি অর্ধশতরান রয়েছে৷ বাটলারের সঙ্গে অরেঞ্জ ক্যাপের রেসে দ্বিতীয় স্থান কেএল রাহুলষ তিনি ১১ ম্যাচে ৪৫১ রান করেছেন৷ এদিকে রাজস্থানের যুজবেন্দ্র চাহাল পার্পল ক্যাপের মালিকা৷ তার ১১ ম্যাচে ২২ উইকেট রয়েছে৷ চাহালকে কড়া টক্কর দিতে পারেন হসরঙ্গা৷ যনি ১২ ম্যাচে ২১ উইকেট পেয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: দুই প্রতিপক্ষকে একেবারে পুঁতে দিল কেকেআর, মুম্বই বধ করে পয়েন্ট টেবলে বড় ভোলবদল
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement