IPL 2022: দুই প্রতিপক্ষকে একেবারে পুঁতে দিল কেকেআর, মুম্বই বধ করে পয়েন্ট টেবলে বড় ভোলবদল

Last Updated:

শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল ১২ ম্যাচ খেলে ৫ টি জয় পেল৷

IPL 2022: points table kolkata knight riders jump to 7th place
IPL 2022: points table kolkata knight riders jump to 7th place
#মুম্বই: কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২২ -র ৫৬ তম ম্যাচে ৫২ রানের বড় জয় হাসিল করেছে৷ পাশাপাশি এই জয়ের ফলে প্লেঅফের আশাও বাঁচিয়ে রেখেছে তারা৷ এই জয়ের ফলে কেকেআর গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট পেয়েছে আর এই জয়ের ফলে আইপিএল পয়েন্ট টেবলে তারা ২ ধাপ এক ধাক্কায় উঠে গেল৷ শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল ১২ ম্যাচ খেলে ৫ টি জয় পেল৷
কেকেআর যেখানে ২ ধাপ উঠে এসেছে৷ সেখানে পঞ্জাব কিংসের এক ধাপ নিচে নেমে গেছে৷ তারা ৮ নম্বর স্থানে পৌঁছে গেছে৷ যেখানে চেন্নাই সুপার কিংস ৮থেকে ৯ নম্বরে নেমে গেছে৷ শীর্ষে রয়েছে লখনউ সুপার জায়ন্টস৷ গুজরাত টাইটান্সকে রানরেটের বিচারে এক ধাপ পিছিয়ে রয়েছে তারা৷ এই দুই দলই ১১ ম্যাচে ৮ ম্যাচ জিতেছে৷
advertisement
advertisement
শানদার ফর্মে রয়েছেন বাটলার ও চাহাল
দিল্লি ক্যাপিটাল্স ৫ ম স্থানে, সানরাইজার্স হায়দরাবাদ ৬ নম্বরে, ৭ নম্বরে রয়েছে পঞ্জাব কিংস৷ আইপিএলের ইতিহাসের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স সবচেয়ে নিচে ১০ নম্বরে রয়েছে৷ তাই তাদের এবারের মতো প্লে অফের আশা শেষ৷ কিন্তু বাকি দলগুলি এখনও অবধি প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে, তারা যে কোনও মুহূর্তে খেলায় অঘটন ঘটাতে পারে৷
advertisement
রাজস্থানের জস বাটলারের কাছে অরেঞ্জ ক্যাপ রয়েছে৷ বাটলার ১১ ম্যাচে ৬১৮ রান করেছে৷ যার মধ্যে ৩ টি শতরান ও ৩ টি অর্ধশতরান রয়েছে৷ বাটলারের সঙ্গে অরেঞ্জ ক্যাপের রেসে দ্বিতীয় স্থান কেএল রাহুলষ তিনি ১১ ম্যাচে ৪৫১ রান করেছেন৷ এদিকে রাজস্থানের যুজবেন্দ্র চাহাল পার্পল ক্যাপের মালিকা৷ তার ১১ ম্যাচে ২২ উইকেট রয়েছে৷ চাহালকে কড়া টক্কর দিতে পারেন হসরঙ্গা৷ যনি ১২ ম্যাচে ২১ উইকেট পেয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: দুই প্রতিপক্ষকে একেবারে পুঁতে দিল কেকেআর, মুম্বই বধ করে পয়েন্ট টেবলে বড় ভোলবদল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement