IPL 2022: কেকেআরকে বাঁশ দিল সিএসকে, দিল্লি বধ করে মাহিদের ‘বড়’ লাভ

Last Updated:

মহেন্দ্র সিং ধোনির দলের চতুর্থ জয়৷ সিএসকের এই জয়ে কলকাতা নাইট রাইডার্স বিশাল অসুবিধায় পড়ল৷

points table chennai super kings jump to 8th place makes KKR in trouble
points table chennai super kings jump to 8th place makes KKR in trouble
#মুম্বই: চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটাল্সকে ৯১ রানে হারিয়ে বিশাল ব্যবধানে জয় পেয়েছে৷ এটা মহেন্দ্র সিং ধোনির দলের চতুর্থ জয়৷ সিএসকের এই জয়ে কলকাতা নাইট রাইডার্স বিশাল অসুবিধায় পড়ল৷ লাগাতার খারাপ ফর্ম চলতে থাকার পর এম এস ধোনির দলের বড় জয় তাদের পয়েন্ট টেবলে নয় থেকে আট  নম্বরে তুলে নিয়ে এল৷ কেকেআর এক ধাপ নেমে নয় নম্বরে চলে গেল৷ সিএসকে এবং কেকেআর দুই দলই ১১ টি করে ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে৷ সিএসকে রানরেট কেকেআরের তুলনায় অনেকটা ভাল৷ দুই দল ১১ -র মধ্যে ৪ ম্যাচে জয় পেয়েছে৷ এখনও অবধি সিএসকে -র প্লেঅফের আশা জিইয়ে রয়েছে৷
সেখানে পয়েন্ট টেবলে টপে রয়েছে লখনউ সুপার জায়ন্টস ৷ লম্বা সময়ে এক নম্বরে থাকা গুজরাত টাইটান্সকে এক থেকে তারা রানরেটে এগিয়ে রয়েছে৷ এই দুই দলই ১১ ম্যাচের মধ্যে ৮ টি ম্যাচ জিতেছে৷ তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রাজস্থানের মতোই ১৪ পয়েন্টে রয়েছে৷ রানরেটের বিচারে আরসিবি রাজস্থানের পর চতুর্থ স্থান রয়েছে৷
advertisement
advertisement
বাটলার এবং চাহালের দাপট প্রবল
দিল্লি ক্যাপিটাল্স ৫ ম স্থানে, সানরাইজার্স হায়দরাবাদ ৬ নম্বরে, ৭ নম্বরে রয়েছে পঞ্জাব কিংস৷ আইপিএলের ইতিহাসের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স সবচেয়ে নিচে ১০ নম্বরে রয়েছে৷ তাই তাদের এবারের মতো প্লে অফের আশা শেষ৷ কিন্তু বাকি দলগুলি এখনও অবধি প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে, তারা যে কোনও মুহূর্তে খেলায় অঘটন ঘটাতে পারে৷
advertisement
রাজস্থানের জস বাটলারের কাছে অরেঞ্জ ক্যাপ রয়েছে৷ বাটলার ১১ ম্যাচে ৬১৮ রান করেছে৷ যার মধ্যে ৩ টি শতরান ও ৩ টি অর্ধশতরান রয়েছে৷ বাটলারের সঙ্গে অরেঞ্জ ক্যাপের রেসে দ্বিতীয় স্থান কেএল রাহুলষ তিনি ১১ ম্যাচে ৪৫১ রান করেছেন৷ এদিকে রাজস্থানের যুজবেন্দ্র চাহাল পার্পল ক্যাপের মালিকা৷ তার ১১ ম্যাচে ২২ উইকেট রয়েছে৷ চাহালকে কড়া টক্কর দিতে পারেন হসরঙ্গা৷ যনি ১২ ম্যাচে ২১ উইকেট পেয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: কেকেআরকে বাঁশ দিল সিএসকে, দিল্লি বধ করে মাহিদের ‘বড়’ লাভ
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement