IPL 2022: কেকেআরকে বাঁশ দিল সিএসকে, দিল্লি বধ করে মাহিদের ‘বড়’ লাভ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মহেন্দ্র সিং ধোনির দলের চতুর্থ জয়৷ সিএসকের এই জয়ে কলকাতা নাইট রাইডার্স বিশাল অসুবিধায় পড়ল৷
#মুম্বই: চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটাল্সকে ৯১ রানে হারিয়ে বিশাল ব্যবধানে জয় পেয়েছে৷ এটা মহেন্দ্র সিং ধোনির দলের চতুর্থ জয়৷ সিএসকের এই জয়ে কলকাতা নাইট রাইডার্স বিশাল অসুবিধায় পড়ল৷ লাগাতার খারাপ ফর্ম চলতে থাকার পর এম এস ধোনির দলের বড় জয় তাদের পয়েন্ট টেবলে নয় থেকে আট নম্বরে তুলে নিয়ে এল৷ কেকেআর এক ধাপ নেমে নয় নম্বরে চলে গেল৷ সিএসকে এবং কেকেআর দুই দলই ১১ টি করে ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে৷ সিএসকে রানরেট কেকেআরের তুলনায় অনেকটা ভাল৷ দুই দল ১১ -র মধ্যে ৪ ম্যাচে জয় পেয়েছে৷ এখনও অবধি সিএসকে -র প্লেঅফের আশা জিইয়ে রয়েছে৷
সেখানে পয়েন্ট টেবলে টপে রয়েছে লখনউ সুপার জায়ন্টস ৷ লম্বা সময়ে এক নম্বরে থাকা গুজরাত টাইটান্সকে এক থেকে তারা রানরেটে এগিয়ে রয়েছে৷ এই দুই দলই ১১ ম্যাচের মধ্যে ৮ টি ম্যাচ জিতেছে৷ তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস৷ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রাজস্থানের মতোই ১৪ পয়েন্টে রয়েছে৷ রানরেটের বিচারে আরসিবি রাজস্থানের পর চতুর্থ স্থান রয়েছে৷
advertisement
advertisement
বাটলার এবং চাহালের দাপট প্রবল
দিল্লি ক্যাপিটাল্স ৫ ম স্থানে, সানরাইজার্স হায়দরাবাদ ৬ নম্বরে, ৭ নম্বরে রয়েছে পঞ্জাব কিংস৷ আইপিএলের ইতিহাসের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স সবচেয়ে নিচে ১০ নম্বরে রয়েছে৷ তাই তাদের এবারের মতো প্লে অফের আশা শেষ৷ কিন্তু বাকি দলগুলি এখনও অবধি প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে, তারা যে কোনও মুহূর্তে খেলায় অঘটন ঘটাতে পারে৷
advertisement
রাজস্থানের জস বাটলারের কাছে অরেঞ্জ ক্যাপ রয়েছে৷ বাটলার ১১ ম্যাচে ৬১৮ রান করেছে৷ যার মধ্যে ৩ টি শতরান ও ৩ টি অর্ধশতরান রয়েছে৷ বাটলারের সঙ্গে অরেঞ্জ ক্যাপের রেসে দ্বিতীয় স্থান কেএল রাহুলষ তিনি ১১ ম্যাচে ৪৫১ রান করেছেন৷ এদিকে রাজস্থানের যুজবেন্দ্র চাহাল পার্পল ক্যাপের মালিকা৷ তার ১১ ম্যাচে ২২ উইকেট রয়েছে৷ চাহালকে কড়া টক্কর দিতে পারেন হসরঙ্গা৷ যনি ১২ ম্যাচে ২১ উইকেট পেয়েছেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2022 11:04 AM IST