IPL 2022: নতুন দায়িত্ব পেয়ে ধামাকা অধিনায়ক ফ্যাফের, পঞ্জাবের বিরুদ্ধে ঝকঝকে বিরাট

Last Updated:

আইপিএলের প্রথম ম্যাচে ছক্কার ছড়াছড়ি আরসিবি-র৷ পঞ্জাবের বিরুদ্ধে ধামাকা পারফরম্যান্স টিমের৷ এদিন বিরাট -ফ্যাফ জুটিতে ২০ ওভারে ৩ উইকেটে ২০৫ রান তোলে আরসিবি (RCB)৷

PBKS vs RCB: Faf Du Plessis starts as new captain- Photo Courtesy- IPL/Twitter
PBKS vs RCB: Faf Du Plessis starts as new captain- Photo Courtesy- IPL/Twitter
 #মুম্বই: বিরাট কোহলির (Virat Kohli) হাত থেকে ব্যাটন এবারেই গেছে ফ্যাফ ডু প্লেসিসের (Faf Duplessis) হাতে৷ আর রবিবার প্রাক্তন অধিনায়ক ও বর্তমান অধিনায়কের যুগলবন্দিতে একেবারে চোখে সর্ষেফুল দেখল পঞ্জাব কিংসের বোলাররা৷ অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস একেবারে ব্যাট হাতে ধামাল মাচালেন৷ আর যোগ্য সঙ্গত করলেন বিরাট কোহলি৷ এদিন বিরাট -ফ্যাফ জুটিতে ২০ ওভারে ৩  উইকেটে ২০৫ রান তোলে আরসিবি (RCB)৷ ৬৫ বলে ১১৮ রানের পার্টনারশিপ হয় দুজনের৷ এবারের আইপিএলের প্রথম দ্বিশতরান পেরোন ম্যাচ হল রবিবার৷ যখন আরসিবি টপকে গেল ২০০-র মাত্রা৷
রবিবাসরীয় সন্ধ্যায় আইপিএল ২০২২ (IPL 2022) জোর লড়াই পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Punjab Kings vs Royal Challengers Bangalore)৷ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টসে জিতল (Toss Update) পঞ্জাব কিংস৷ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পঞ্জাব কিংসের৷ এই ম্যাচে ৯ বছর বাদে বিরাট কোহলি আরসিবি-র জার্সিতে খেলবেন কিন্তু অধিনায়ক থাকবেন না৷
দেখে নিন টসের ভিডিও
advertisement
advertisement
এদিন টসে জিতে পঞ্জাবের বোলিংয় সিদ্ধান্তের পর ওপেন করতে নামেন ফ্যাফ ও অনুজ রাওয়াত৷ ওপেনিং জুটিতে ওঠে৷  অনুজ করেন ২১ রান৷
advertisement
এরপর আর কোনও সুযোগ দেননি ফ্যাফ ও বিরাট ৷ দুজনেই লাগাতার ব্যাট করে দলের জন্য রান জোগাড় করতে থাকেন৷ ১০০ রানের পার্টনারশিপ পেরিয়ে যায় দুজনের ব্যাটে৷ এদিন মাত্র ৫০ বলে একশ রানের পার্টনারশিপ করেন বিরাট কোহলি ও ফ্যাফ ডু প্লেসিস৷
advertisement
ফ্যাফ ডু প্লেসিসের এদিনের ম্যাচে ৪১ বলে ৫০ রান করেন৷ তাঁর পঞ্চাশ রানের ইনিংস ছিল ২ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷
advertisement
ফ্যাফ ডু প্লেসিস এদিন ৫৭ বলে ৮৮ করেন , যেটা সাজানো ৩ টি চার ৭ টি ছয় দিয়ে৷ এদিকে শেষবেলায় নেমে দীনেশ কার্তিকও ভালই চালিয়ে খেলেন৷ বিরাট কোহলি রান করেন৷ বিরাট ৪১ ও দীনেশ কার্তিক ৩১ রানে অপরাজিত থাকেন৷
দুই দলই এখনও অবধি আইপিএল খেতাব জিততে পারেনি৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গত মরশুমে এলিমিনেটরে থেকে কেকেআরের কাছে হেরে বিদায় নিয়েছিল বিরাট কোহলির আরসিবি৷ পঞ্জাব কিংস ষষ্ঠ স্থানে থেকে আইপিএল ২০২২ অভিযান শেষ করেছিল৷
advertisement
পঞ্জাব কিংস বনাম আরসিবি  (PBKS vs RCB) ম্যাচের পিচ রিপোর্ট (Pitch Update)
ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে হালকা বাউন্স থাকছে৷ যা বোলারদের সাহায্য করবে৷ ম্যাচের রান ১৬০-১৭০-র আশেপাশে থাকবে৷ ব্যাটিং -বোলিং দু বিভাগেই পাওয়া যাবে সাহায্য৷
পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স  ব্যাঙ্গালোর (Punjab Kings vs Royal Challengers Bangalore) ওয়েদার রিপোর্ট (Weather Report)
advertisement
তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫% , বাতাসের গতি ১১ কিমি/ঘণ্টা৷ বৃষ্টি হওয়ার কোনও সম্ভবনা নেই৷
পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (PBKS vs RCB) চোট আপডেট (Injury Update)
আরসিবি-র জন্য গ্লেন ম্যাক্সওয়েল, জস হেজেলউড, এবং জ্যাসন বেহ্রেনড্রফ আইপিএল ২০২২ ( IPL 2022) খেলছেন না পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া সিরিজের জন্য
পঞ্জাব কিংসের জন্য জনি বেয়রেস্তো প্রথম সপ্তাহে নেই ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য৷
কাগিসিও রাবাদা খেলতে পারবেন না কারণ তিনি বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে খেলছেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: নতুন দায়িত্ব পেয়ে ধামাকা অধিনায়ক ফ্যাফের, পঞ্জাবের বিরুদ্ধে ঝকঝকে বিরাট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement