PV Sindhu: দুর্দান্ত খবর! ২০২২ সুইস ওপেনের মহিলা সিঙ্গলসে শিরোপা জিতলেন পিভি সিন্ধু

Bangla Digital Desk | News18 Bangla | 06:32:51 PM IST Mar 27, 2022

PV Sindhu: সুইস ওপেন জয় করলেন পিভি সিন্ধু। ব্যাডমিন্টন-এ সিঙ্গল টুর্নামেন্ট-এ দুর্দান্ত জয় হল তাঁর।  ২০২২ সুইস ওপেনের মহিলা সিঙ্গলসে শিরোপা জিতলেন পিভি সিন্ধু (PV Sindhu)। ফাইনালে তিনি থাইল্যান্ডের বুসানান ওংবামরুংফানকে পরাজিত করেন। এদিনের খেলার ফল ২১-১৬, ২১-৮।

লেটেস্ট ভিডিও