IPL 2022: কেকেআর এখন আরও খতরনাক! দলে ম্যাচ উইনার, কবে খেলবেন প্রথম ম্যাচ

Last Updated:

কেকেআর আইপিএল ২০২২ (IPL 2022) থেকে এখনও অবধি ৩ টি ম্যাচ খেলেছেন৷ এতে দল ২ টি ম্যাচে জিতেছে৷

IPL 2022: Pat Cummins joins KKR set to play in KKR vs MI match- Photo- (KKR Instagram)
IPL 2022: Pat Cummins joins KKR set to play in KKR vs MI match- Photo- (KKR Instagram)
#মুম্বই:  আইপিএল ২০২২  (IPL 2022) কলকাতা নাইট রাইডার্স  (KKR)  শুরু ভাল হয়েছে৷ কেকেআর ওপেনিংয়ের ৩ টি ম্যাচের ২ টিতে জিতে পয়েন্টস টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে৷ এবার দল আরও শক্তিশালী হয়ে গেছে৷ নাইট শিবিরের উইনার বোলার কামব্যাক করেছেন৷ অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক ও জোরে বোলার প্যাট কামিন্স (Pat Cummins) কেকেআরের সঙ্গে যোগ দিয়েছেন৷ তাঁর কোয়ারেন্টাইন সোমবার অবধি শেষ হয়ে যাবে৷ ৬ এপ্রিল খেলার জন্য তৈরি হয়ে যাবে৷ কেকেআরের পরের ম্যাচ ৬ এপ্রিল৷ সেই ম্যাচ কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (KKR vs MI) হবে৷ কামিন্স এই ম্যাচ খেলার জন্য আশা করছে থিঙ্কট্যাঙ্ক৷
প্যাট কামিন্স (Pat Cummins) দলের সঙ্গে যোগ দিয়েছেন এরপর কেকেআরের প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালাম দারুণ খুশি৷ তিনি বলেছেন কামিন্স এমন খেলোয়াড় যেরকম পরিস্থিতি তাতে নিজেকে ঢেলে দেন৷ তিনি মজুবত লিডার৷ এরফলে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার অনেক সুবিধা পাবেন৷ এখনও অবধি টুর্নামেন্টে সফল অধিনায়কের ভূমিকায় দেখা গেছে শ্রেয়স আইয়ারকে৷ তবে প্যাট কামিন্স দলে আসায় প্রথম একাদশে আবার বদল আসবে৷ কিন্তু তিনি এলে দলের ব্যালেন্স নতুন করে খুঁজতে হবে৷ কারণ প্যাট কামিন্সের  না থাকাকালীন টিম সাউদি দারুণ পারফরম্যান্স করেছেন৷ এবার কামিন্স ফিরলে সাউদির কী হবে তা নিয়ে নতুন করে ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে৷
advertisement
advertisement
দল নির্বাচনে আমাদের মাথা ব্যাথা বাড়বে- ম্যাককালাম
কোচ ম্যাককালাম এই নিয়ে বলেছেন, ‘‘আমাদের জন্য দল নির্বাচন মাথা ব্যাথা বাড়ানোর কারণ হবে৷ কারণ এখন প্লেয়িং ইলেভেন বাছার জন্য আমাদের হাতে অনেক ক্রিকেটার থাকবেন৷ আমার মতে দলের জন্য এই সমস্যা ভাল হবে৷ ’’
advertisement
প্যাট কামিন্স ফিরে আসায় কলকাতা দল মজবুত হবে
প্যাট কামিন্স (Pat Cummins) এই বছর দারুণ ফর্মে রয়েছেন৷ পাকিস্তানের বিরুদ্ধে হালে  শেষ হওয়া টেস্ট সিরিজে প্যাট কামিন্স সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হলেন৷ তিনি ২২.৫০ গড়ে ৩ টেস্টে ১২ উইকেট নিয়েছেন? আইপিএলে ৩৭ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন তিনি৷ তিনি পাওয়ার প্লে ও ডেথ ওভারে ভাল বল করেন৷
advertisement
কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স
কেকেআর আইপিএল ২০২২ (IPL 2022)  থেকে এখনও অবধি ৩ টি ম্যাচ খেলেছেন৷ এতে দল ২ টি ম্যাচে জিতেছে৷ কেকেআর পঞ্জাব কিংসের বিরুদ্ধে গত ম্যাচে ৬ উইকেটে জিতেছিল৷ কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (KKR vs MI) ম্যাচ খেলা হবে বুধবার৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: কেকেআর এখন আরও খতরনাক! দলে ম্যাচ উইনার, কবে খেলবেন প্রথম ম্যাচ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement