IPL 2022: কেকেআর এখন আরও খতরনাক! দলে ম্যাচ উইনার, কবে খেলবেন প্রথম ম্যাচ

Last Updated:

কেকেআর আইপিএল ২০২২ (IPL 2022) থেকে এখনও অবধি ৩ টি ম্যাচ খেলেছেন৷ এতে দল ২ টি ম্যাচে জিতেছে৷

IPL 2022: Pat Cummins joins KKR set to play in KKR vs MI match- Photo- (KKR Instagram)
IPL 2022: Pat Cummins joins KKR set to play in KKR vs MI match- Photo- (KKR Instagram)
#মুম্বই:  আইপিএল ২০২২  (IPL 2022) কলকাতা নাইট রাইডার্স  (KKR)  শুরু ভাল হয়েছে৷ কেকেআর ওপেনিংয়ের ৩ টি ম্যাচের ২ টিতে জিতে পয়েন্টস টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে৷ এবার দল আরও শক্তিশালী হয়ে গেছে৷ নাইট শিবিরের উইনার বোলার কামব্যাক করেছেন৷ অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক ও জোরে বোলার প্যাট কামিন্স (Pat Cummins) কেকেআরের সঙ্গে যোগ দিয়েছেন৷ তাঁর কোয়ারেন্টাইন সোমবার অবধি শেষ হয়ে যাবে৷ ৬ এপ্রিল খেলার জন্য তৈরি হয়ে যাবে৷ কেকেআরের পরের ম্যাচ ৬ এপ্রিল৷ সেই ম্যাচ কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (KKR vs MI) হবে৷ কামিন্স এই ম্যাচ খেলার জন্য আশা করছে থিঙ্কট্যাঙ্ক৷
প্যাট কামিন্স (Pat Cummins) দলের সঙ্গে যোগ দিয়েছেন এরপর কেকেআরের প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালাম দারুণ খুশি৷ তিনি বলেছেন কামিন্স এমন খেলোয়াড় যেরকম পরিস্থিতি তাতে নিজেকে ঢেলে দেন৷ তিনি মজুবত লিডার৷ এরফলে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার অনেক সুবিধা পাবেন৷ এখনও অবধি টুর্নামেন্টে সফল অধিনায়কের ভূমিকায় দেখা গেছে শ্রেয়স আইয়ারকে৷ তবে প্যাট কামিন্স দলে আসায় প্রথম একাদশে আবার বদল আসবে৷ কিন্তু তিনি এলে দলের ব্যালেন্স নতুন করে খুঁজতে হবে৷ কারণ প্যাট কামিন্সের  না থাকাকালীন টিম সাউদি দারুণ পারফরম্যান্স করেছেন৷ এবার কামিন্স ফিরলে সাউদির কী হবে তা নিয়ে নতুন করে ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে৷
advertisement
advertisement
দল নির্বাচনে আমাদের মাথা ব্যাথা বাড়বে- ম্যাককালাম
কোচ ম্যাককালাম এই নিয়ে বলেছেন, ‘‘আমাদের জন্য দল নির্বাচন মাথা ব্যাথা বাড়ানোর কারণ হবে৷ কারণ এখন প্লেয়িং ইলেভেন বাছার জন্য আমাদের হাতে অনেক ক্রিকেটার থাকবেন৷ আমার মতে দলের জন্য এই সমস্যা ভাল হবে৷ ’’
advertisement
প্যাট কামিন্স ফিরে আসায় কলকাতা দল মজবুত হবে
প্যাট কামিন্স (Pat Cummins) এই বছর দারুণ ফর্মে রয়েছেন৷ পাকিস্তানের বিরুদ্ধে হালে  শেষ হওয়া টেস্ট সিরিজে প্যাট কামিন্স সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হলেন৷ তিনি ২২.৫০ গড়ে ৩ টেস্টে ১২ উইকেট নিয়েছেন? আইপিএলে ৩৭ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন তিনি৷ তিনি পাওয়ার প্লে ও ডেথ ওভারে ভাল বল করেন৷
advertisement
কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স
কেকেআর আইপিএল ২০২২ (IPL 2022)  থেকে এখনও অবধি ৩ টি ম্যাচ খেলেছেন৷ এতে দল ২ টি ম্যাচে জিতেছে৷ কেকেআর পঞ্জাব কিংসের বিরুদ্ধে গত ম্যাচে ৬ উইকেটে জিতেছিল৷ কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (KKR vs MI) ম্যাচ খেলা হবে বুধবার৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: কেকেআর এখন আরও খতরনাক! দলে ম্যাচ উইনার, কবে খেলবেন প্রথম ম্যাচ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement