#কলকাতা: গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটাল্সের (GT vs DC) মধ্যে হওয়া লড়াইতে দর্শকরা মাঠে ক্রিকেট দেখেছিলেন তখন বাইশ গজের বাইরে গ্যালারিতে চলছিল আরেক খেলা! অর্থাৎ প্রেমের লীলা খেলা৷ ২ এপ্রিলের খেলার সময়ে গ্যালারিতে চুম্বনে (Kiss) ব্যস্ত ছিল যুগল৷ তাঁদের আশেপাশে কি চলছে ভুলে গিয়ে এঁরা মত্ত ছিলেন নিজেদের মধ্যে৷ আশেপাশে বসে অনেক দর্শক তাকে থোড়াই তোয়াক্কা! নিজেদের রোমান্টিক মুডকে (Kiss during IPL) একেবারে দারুণ করে ব্যবহার করছিলেন দুজনেই৷ আসলে এটা কিছুই হত না বা জানা যেত না, ক্যামেরাম্যানরাও বিভিন্ন সময়ে গ্যালারিতে স্পট করেন যদি কোনও মজার কিছু পাওয়া যায়৷ কিন্তু মজা খুঁজতে গিয়ে যে একেবারে সাংঘাতিক জিনিস খুঁজে পেলেন৷
চুমুর (Kiss) ছবি আবার স্টেডিয়ামের ক্যামেরা ও সম্প্রচারেও দেখা যায়৷ এই ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল (Viral Photo)৷ সোশ্যাল মিডিয়ায় এই ছবি আসার পরেই সকলেই মজায় মেতেছেন৷
দিল্লির ইনিংসের দরুণ ক্যামেরায় ধরা পড়ে এই যুগল, দেখে নিন চুমু (Kiss) খাওয়ার ভাইরাল ভিডিও (Viral Photo)৷
View this post on Instagram
শনিহার রাতে খেলা হওয়া দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে এই রোমান্টিক দৃশ্য দেখা যায়৷ দিল্লি ক্যাপিটাল্সের দল গুজরাত টাইটান্সের ১৭২ রান টার্গেট পিছু করতে নেমেছিল৷ ক্রিজে ছিলেন পৃথ্বী শ এবং মন্দীপ সিং৷ দিল্লি টিম চার ওভারে এক উইকেট খুইয়ে ৩২ রান করে ফেলেছিল৷ ওভারের মধ্যে যখন ব্রেক হয়েছিল তখন এই যুগলকে স্ক্রিনে চুম্বন করতে (Kiss during IPL) দেখা যায়৷
এখন হচ্ছে মিমের বৃষ্টি
*Me start Watching ipl with my family*
That one couple:- pic.twitter.com/hG4tlzMKr0 — Pintukumar (@Kumarpintu12171) April 2, 2022
Jokes aside, IPL should be launching something like kiss cam . It will be so much fun and it will make our people more acceptable for public affection https://t.co/avNdFNNg0Y
— Chirag Barjatya (@chiragbarjatyaa) April 3, 2022
Mera desh badal raha hai aaage badh raha hai 😂 pic.twitter.com/d0U7ZqXGVU
— ✨ (@Kourageous7) April 2, 2022
A couple should support the different teams in IPL so that they can get the chance on every ball to celebrate like this. 🤣
— Dr. Deepak Motwani (@DeepakMotwanii) April 3, 2022
সোশ্যাল মিডিয়ায় এই যুগলের চুমুর (Kiss) ছবি ভাইরাল (Viral Photo) হয়ে গেছে সেই দেখামাত্রই৷ কেউ কেউ প্রস্তাব দিয়েছেন আইপিএলে এখন কিস ক্যামেরা লঞ্চ করা হক৷ এনবিএ-তে হামেশাই দেখা যায় ক্যামেরা কোনও যুগলকে দেখা গেলেই তাঁরা চুমু খেতে শুরু করেন৷ সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা লিখেছেন ভারত সত্যিই এখন গ্লোবাল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।