Kiss during IPL: মাঠে চলছে আইপিএলের খেলা, গ্যালারিতে তখন চুমু খেতে মত্ত যুগল, ভাইরাল

Last Updated:

ব্যাট বলের লড়াই তো হামেশাই দেখছেন আইপিএল ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিত একে অপরকে চুমু খাচ্ছে যুগল, দেখুন চুমু খাওয়ার ভাইরাল ভিডিও৷

couple spotted kissing during gt vs dc match fans made the picture Viral Photo- Photo  Courtesy- Twittter
couple spotted kissing during gt vs dc match fans made the picture Viral Photo- Photo Courtesy- Twittter
#কলকাতা: গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটাল্সের (GT vs DC) মধ্যে হওয়া লড়াইতে দর্শকরা মাঠে ক্রিকেট দেখেছিলেন তখন বাইশ গজের বাইরে গ্যালারিতে চলছিল আরেক খেলা! অর্থাৎ প্রেমের লীলা খেলা৷ ২ এপ্রিলের খেলার সময়ে গ্যালারিতে চুম্বনে (Kiss) ব্যস্ত ছিল যুগল৷ তাঁদের আশেপাশে কি চলছে ভুলে গিয়ে এঁরা মত্ত ছিলেন নিজেদের মধ্যে৷  আশেপাশে বসে অনেক দর্শক তাকে থোড়াই তোয়াক্কা! নিজেদের রোমান্টিক মুডকে (Kiss during IPL) একেবারে দারুণ করে ব্যবহার করছিলেন দুজনেই৷ আসলে এটা কিছুই হত না বা জানা যেত না, ক্যামেরাম্যানরাও বিভিন্ন সময়ে গ্যালারিতে স্পট করেন যদি কোনও মজার কিছু পাওয়া যায়৷ কিন্তু মজা খুঁজতে গিয়ে যে একেবারে সাংঘাতিক জিনিস খুঁজে পেলেন৷
চুমুর (Kiss) ছবি আবার স্টেডিয়ামের ক্যামেরা ও সম্প্রচারেও দেখা যায়৷ এই ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল (Viral Photo)৷ সোশ্যাল মিডিয়ায় এই ছবি আসার পরেই সকলেই মজায় মেতেছেন৷
দিল্লির ইনিংসের দরুণ ক্যামেরায় ধরা পড়ে এই যুগল, দেখে নিন চুমু (Kiss) খাওয়ার ভাইরাল ভিডিও (Viral Photo)৷
advertisement
View this post on Instagram

A post shared by Insta Desi (@insta_desii)

advertisement
শনিহার রাতে খেলা হওয়া দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে এই রোমান্টিক দৃশ্য দেখা যায়৷ দিল্লি ক্যাপিটাল্সের দল গুজরাত টাইটান্সের ১৭২ রান টার্গেট পিছু করতে নেমেছিল৷ ক্রিজে ছিলেন পৃথ্বী শ এবং মন্দীপ সিং৷ দিল্লি টিম চার ওভারে এক উইকেট খুইয়ে ৩২ রান করে ফেলেছিল৷ ওভারের মধ্যে যখন ব্রেক হয়েছিল তখন এই যুগলকে স্ক্রিনে চুম্বন করতে (Kiss during IPL)  দেখা যায়৷
advertisement
এখন হচ্ছে মিমের বৃষ্টি
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় এই যুগলের চুমুর (Kiss)  ছবি ভাইরাল (Viral Photo) হয়ে গেছে সেই দেখামাত্রই৷ কেউ কেউ প্রস্তাব দিয়েছেন আইপিএলে এখন কিস ক্যামেরা লঞ্চ করা হক৷ এনবিএ-তে হামেশাই দেখা যায় ক্যামেরা কোনও যুগলকে দেখা গেলেই তাঁরা চুমু খেতে শুরু করেন৷ সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা লিখেছেন ভারত সত্যিই এখন গ্লোবাল৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Kiss during IPL: মাঠে চলছে আইপিএলের খেলা, গ্যালারিতে তখন চুমু খেতে মত্ত যুগল, ভাইরাল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement