Kiss during IPL: মাঠে চলছে আইপিএলের খেলা, গ্যালারিতে তখন চুমু খেতে মত্ত যুগল, ভাইরাল

Last Updated:

ব্যাট বলের লড়াই তো হামেশাই দেখছেন আইপিএল ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিত একে অপরকে চুমু খাচ্ছে যুগল, দেখুন চুমু খাওয়ার ভাইরাল ভিডিও৷

couple spotted kissing during gt vs dc match fans made the picture Viral Photo- Photo  Courtesy- Twittter
couple spotted kissing during gt vs dc match fans made the picture Viral Photo- Photo Courtesy- Twittter
#কলকাতা: গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটাল্সের (GT vs DC) মধ্যে হওয়া লড়াইতে দর্শকরা মাঠে ক্রিকেট দেখেছিলেন তখন বাইশ গজের বাইরে গ্যালারিতে চলছিল আরেক খেলা! অর্থাৎ প্রেমের লীলা খেলা৷ ২ এপ্রিলের খেলার সময়ে গ্যালারিতে চুম্বনে (Kiss) ব্যস্ত ছিল যুগল৷ তাঁদের আশেপাশে কি চলছে ভুলে গিয়ে এঁরা মত্ত ছিলেন নিজেদের মধ্যে৷  আশেপাশে বসে অনেক দর্শক তাকে থোড়াই তোয়াক্কা! নিজেদের রোমান্টিক মুডকে (Kiss during IPL) একেবারে দারুণ করে ব্যবহার করছিলেন দুজনেই৷ আসলে এটা কিছুই হত না বা জানা যেত না, ক্যামেরাম্যানরাও বিভিন্ন সময়ে গ্যালারিতে স্পট করেন যদি কোনও মজার কিছু পাওয়া যায়৷ কিন্তু মজা খুঁজতে গিয়ে যে একেবারে সাংঘাতিক জিনিস খুঁজে পেলেন৷
চুমুর (Kiss) ছবি আবার স্টেডিয়ামের ক্যামেরা ও সম্প্রচারেও দেখা যায়৷ এই ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল (Viral Photo)৷ সোশ্যাল মিডিয়ায় এই ছবি আসার পরেই সকলেই মজায় মেতেছেন৷
দিল্লির ইনিংসের দরুণ ক্যামেরায় ধরা পড়ে এই যুগল, দেখে নিন চুমু (Kiss) খাওয়ার ভাইরাল ভিডিও (Viral Photo)৷
advertisement
View this post on Instagram

A post shared by Insta Desi (@insta_desii)

advertisement
শনিহার রাতে খেলা হওয়া দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে এই রোমান্টিক দৃশ্য দেখা যায়৷ দিল্লি ক্যাপিটাল্সের দল গুজরাত টাইটান্সের ১৭২ রান টার্গেট পিছু করতে নেমেছিল৷ ক্রিজে ছিলেন পৃথ্বী শ এবং মন্দীপ সিং৷ দিল্লি টিম চার ওভারে এক উইকেট খুইয়ে ৩২ রান করে ফেলেছিল৷ ওভারের মধ্যে যখন ব্রেক হয়েছিল তখন এই যুগলকে স্ক্রিনে চুম্বন করতে (Kiss during IPL)  দেখা যায়৷
advertisement
এখন হচ্ছে মিমের বৃষ্টি
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় এই যুগলের চুমুর (Kiss)  ছবি ভাইরাল (Viral Photo) হয়ে গেছে সেই দেখামাত্রই৷ কেউ কেউ প্রস্তাব দিয়েছেন আইপিএলে এখন কিস ক্যামেরা লঞ্চ করা হক৷ এনবিএ-তে হামেশাই দেখা যায় ক্যামেরা কোনও যুগলকে দেখা গেলেই তাঁরা চুমু খেতে শুরু করেন৷ সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা লিখেছেন ভারত সত্যিই এখন গ্লোবাল৷
বাংলা খবর/ খবর/খেলা/
Kiss during IPL: মাঠে চলছে আইপিএলের খেলা, গ্যালারিতে তখন চুমু খেতে মত্ত যুগল, ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement