IPL 2022: ২ বছর বাদে আইপিএলে অর্ধশতরান ধোনির, ওয়াংখেড়ে নামতেই ধামাল মাহির
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2022: এদিন ওয়াংখেড়েতে ধোনির নামার সঙ্গে সঙ্গে দারুণভাব তাঁকে মাঠে স্বাগত জানান মাঠে হাজির দর্শকরা৷
#মুম্বই: ৭ নম্বরে ব্যাট করতে নেমে ৩৮ বলে ৫০ রান৷ স্ট্রাইকরেট ১৩১.৫৭৷ এটুকুই কি যথেষ্ট মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অর্ধশতরান বোঝাতে৷ না নয়৷ কোনও আন্তর্জাতিক ম্যাচ কিম্বা ঘরোয়া টুর্নামেন্টে খেলেন না মাহি অবসরের পর থেকে৷ সেখানে তাঁর প্রতিযোগিতামূলক ক্রিকেটে একমাত্র খেলা আইপিএল ৷ ফলে এইরকম অবস্থায় আইপিএল ২০২২ -র (IPL 2022) প্রথম ম্যাচে খেলতে নেমেই হাফসেঞ্চুরিকে কুর্নিশ করছে ক্রিকেট দুনিয়া৷
সিএসকে -র (CSK) জার্সিতে ২ বছর বাদে অর্ধশতরান করলেন মহেন্দ্র সিং ধোনি৷ ধোনি এদিন যখন ব্যাট করতে নামেন তখন সিএসকে বনাম কেকেআর (CSK vs KKR) ম্যাচে সিএসকের স্কোর ছিল ৬১ রানে পাঁচ উইকেট৷ কিন্তু শেষবেলার ধোনিক অর্ধশতরানে প্রথম ম্যাচে ১৩১ রানের লক্ষ্য দিতে পারে সিএসকে৷
আরও পড়ুন -IPL 2022: সিএসকে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ বরের, কিন্তু ধোনিকে নিয়ে ভিডিও পোস্ট জাদেজার বউয়ের
advertisement
advertisement
এদিন ওয়াংখেড়েতে ধোনির নামার সঙ্গে সঙ্গে দারুণভাব তাঁকে মাঠে স্বাগত জানান মাঠে হাজির দর্শকরা৷
ICYMI: A massive roar and a warm reception by the Wankhede crowd for the legendary @msdhoni 😍 💛 👏#TATAIPL | #CSKvKKR pic.twitter.com/6ZecoUHgbU
— IndianPremierLeague (@IPL) March 26, 2022
advertisement
সাত নম্বরে নামলেন মহেন্দ্র সিং ধোনি। কেকেআর সঙ্গে সঙ্গে নিয়ে এল বরুণ চক্রবর্তীকে। এর আগে দুবার ধোনিকে বোল্ড করেছিলেন বরুণ। এদিন ধোনিকে ফিরিয়ে দিতে না পারলেও বরুণের বল কোনদিকে ঘুরবে আন্দাজ করতে পারছিলেন না ধোনি। রাসেল সুযোগ পেলেই শর্ট বল করে ধোনির পরীক্ষা নিচ্ছিলেন। উইকেটে ধোনি এবং রবীন্দ্র জাদেজা যখন আছেন, ঝড়ের গতিতে রান উঠবে এমনটাই ধরা হয়।
advertisement
কিন্তু হল উল্টো। একের পর এক ডট বল করে গেল নারিন, রাসেলরা। শেষ তিন ওভারে কিছুটা আক্রমণ করল চেন্নাই। তিনটে বাউন্ডারি মারলেন ধোনি। কিন্তু জাদেজা টাইমিং করতে পারছিলেন না। ডেথ ওভারে মাভি খেই হারিয়ে লুজ বল করলেন। ১৫ রান দিলেন ধোনিকে। বুড়ো হাড়ে সিএসকের রান যতটুকু বাড়ল ধোনির জন্য। আন্দ্রে রাসেল জঘন্য বল করলেন শেষ ওভারে। দুরন্ত অর্ধশতরান করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি।
advertisement
MSD Thala.! 🔥#WhistlePodu #Yellove #CSKvKKR 🦁💛 pic.twitter.com/H3FQj9oxlE
— Chennai Super Kings (@ChennaiIPL) March 26, 2022
এদিকে ধোনি এদিন রানে ফিরলেও রবীন্দ্র জাদেজার অধিনায়কত্বে প্রথমবার আইপিএল খেলতে নামা সিএসকে হারল কেকেআরের বিরুদ্ধে৷ ৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে যায় কেকেআর৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2022 11:16 PM IST