IPL 2022: সিএসকে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ বরের, কিন্তু ধোনিকে নিয়ে ভিডিও পোস্ট জাদেজার বউয়ের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2022: স্বামী হয়েছে সিএসকে দলের অধিনায়ক , আবেগপ্রবণ রবীন্দ্র জাদেজার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় বলে দিলেন এত বড় কথা৷
#মুম্বই: আইপিএল ২০২২ -র (IPL 2022) প্রথম ম্যাচ সিএসকে বনাম কেকেআর (CSK vs KKR)৷ কিন্তু এটা শুধু এবারের আইপিএলের প্রথম ম্যাচ হিসেবে বিশেষ নয়, এটা চেন্নাই সুপার কিংসে একটা যুগের অবসান৷ মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে এতদিন থাকার পর এদিন প্রথম সিএসকে (Chennai Super Kings ) জার্সিতে অন্য অধিনায়ক মাঠে নামলেন৷ তিনি রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)৷ আইপিএলের ইতিহাসের অন্যতম সফল দল সিএসকে-র ক্রিকেট ইতিহাসে এটা একটা নতুন যুগের সূচনা৷ লেজেন্ডারি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হাত থেকে ব্যাটন এবার হাতে তুলে নিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)৷
ক্রিকেট ফ্যানরা সকলে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন যখন আইপিএল ২০২২ শুরুর ঠিক দিন কয়েক আগে সিএসকে জানিয়ে দেয় এই মরশুমে চেন্নাইয়ের অধিনায়কত্ব করবেন না মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)৷ আইপিএল শুরুর দু দিন আগে এই সিদ্ধান্ত প্রত্যাশা করেননি কেউই৷ সিএসকে (CSK) নিজেদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে অফিসিয়াল স্টেটমেন্টে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) নিজেদের অধিনায়ক ঘোষণা করেন৷
advertisement
advertisement
চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলের প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল৷ রবীন্দ্র জাদেজা প্রথমবার সিএসকে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামেন৷ মহেন্দ্র সিং ধোনির ( MS Dhoni) জায়গায় তিনি টস করতে মাঠে নেমেছিলেন৷
advertisement
এই সময়ে রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাভা জাদেজা (Rivaba Jadeja) প্রথমবার সিএসকে অধিনায়কের বউ হওয়ার আনন্দে আপ্লুত৷ রিভাভা জাদেজা নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা দিয়েছেন৷ রিভাভা ধোনি পদ থেকে সরে দাঁড়িয়ে জাদেজাকে দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷ পাশাপাশি রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাভা বলেছেন ধোনি সব সময়েই হুইশিল পোডু আর্মির থালা থাকবেন৷
advertisement
দেখে নিন রিভাভা জাদেজার ভাইরাল ভিডিও (Viral Video)
নিজের পোস্টে তিনি লিখেছেন , ‘‘ অভিনন্দন তোমাকে (রবীন্দ্র জাদেজা) এই দারুণ উচ্চতা অর্জন করার জন্য, যার তুমি সুযোগ্য! আর মাহি ভাই ধন্যবাদ ওঁর ক্ষমতায় ভরসা রাখার জন্য আর ওঁকে সুযোগ দেওয়ার জন্য৷ আপনি সবসময়েই লিডার থাকবেন৷ আর সব সময়েই দলের ‘থালা’ থাকবেন৷ ’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2022 10:46 PM IST