#মুম্বই: শেষ ম্যাচে হারের পর দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক ঋষভ পন্থ জানিয়েছিলেন তাঁর দলের ব্যাটসম্যানরা বিশেষ ভাল খেলছেন না৷ সেই কথাটাই একেবারে মনে মেনে কেকেআর বনাম দিল্লি ম্যাচে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটাল্স৷ এদিন দুই ওপেনার অর্থাৎ পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার দুজনেই অর্ধশতরান করেন৷ এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ প্রথমে ব্যাট করে দিল্লি ২০ ওভারে ৫ উইকেটে ২১৫ রান করে দিল্লি ক্যাপিটাল্স৷ শার্দুল ঠাকুর ১১ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে এই মরশুমের সর্বোচ্চ রান করে ফেলেলেন৷
এদিন মাত্র ২৯ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন পৃথ্বী শ৷ ঝোড়ো ইনিংসে কেকেআরের দারুণ বোলিং লাইনআপকে তিনি এদিন একেবারে দিশেহারা করে দেন৷ তাঁর ইনিংস এদিন সাজানো ছিল ৭ টি চার ও ২ টি ছয় দিয়ে৷
আরও পড়ুন - চার ম্যাচে হেরেছে মুম্বই, আরসিবি জেতার পর বিরাট কোহলি কি গল্প করলেন সচিনের সঙ্গে
পাশাপাশি অন্য এন্ডে খানিকটা সংযত অথচ ব্যাট চালিয়ে খেলে দিল্লিকে জবরদস্ত শুরু দেন ডেভিড ওয়ার্নার৷ পৃথ্বী এবং ওয়ার্নার জুটিতে ওঠে ৯৩ রান৷ পৃ্থ্বী আউট হওয়ার পরে অধিনায়ক ঋষভ পন্থ নামলেও তেমন বড় কিছু করে উঠতে পারেননি দিল্লি অধিনায়ক৷ ঋষভ পন্থ এদিন ১৪ বলে ২৭ রান করে ফিরে যান৷ তাঁর ইনিংসে ২ টি চার ও ২ টি ছয় মারেন৷ কিন্তু এই রানকে বড় স্কোরে কনভার্ট করতে পারেননি তিন৷
5⃣0⃣ for @davidwarner31! 👏 👏
A brisk half-century from the left-hander as he & the @DelhiCapitals captain @RishabhPant17 complete a fifty-run stand. 👍 👍 Follow the match ▶️ https://t.co/4vNW3LXMWM#TATAIPL | #KKRvDC pic.twitter.com/NbdqnsmeL9 — IndianPremierLeague (@IPL) April 10, 2022
এরপরে অবশ্য ডেভিড ওয়ার্নার ছাড়া বাকি ক্রিকেটাররা শুরুর মোমেন্টামকে টানতে পারেননি৷ ললিত যাদব ও রম্ভান পাওয়েল কেউই দুই অঙ্কের স্কোর করতে পারেননি৷
Wicket No. 2⃣ for @KKRiders! 👏 👏@Russell12A picks his first wicket of the match as @y_umesh takes the catch. 👍 👍#DelhiCapitals lose their captain Rishabh Pant.
Follow the match ▶️ https://t.co/4vNW3LXMWM#TATAIPL | #KKRvDC pic.twitter.com/7r7a0QZbso — IndianPremierLeague (@IPL) April 10, 2022
ডেভিড ওয়ার্নার এদিন ৪৫ বলে ৬১ করে উমেশ যাদবের শিকার৷ ৬ টি চার ও ২ টি ছয় মারেন তিনি৷ এদিন শুরুতে উমেশ যাদব বড় কিছু করতে না পারলেও সেট ব্যাটসম্যান ওয়ার্নারকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন৷
এদিন কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী প্রথম ব্রেক থ্রু দেন৷ আগুন ঝরানো পৃ্থ্বীকে আউট করে দেন তিনি৷ আন্দ্রে রাসেল নেন অধিনায়ক ঋষভ পন্থের উইকেট৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: David Warner, IPL 2022, KKR vs DC, Prithvi Shaw