#মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট আইপিএল নিলামের টেবলে তাঁর জন্য অলআউট গিয়েছিল এবং ১৫.২৫ কোটি টাকায় কিনেছিল ইশান কিষাণকে (Ishan Kishan)৷ আইপিএল ২০২২ (IPL 2022) -র মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের প্রথম ম্যাচ দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (DC vs MI) ম্যাচে কাঁপিয়ে দিলেন ইশান কিশান৷ বাঁহাতি ব্যাটসম্যান এদিন ঝকঝকে অর্ধশতরানের পাশাপাশি অপরাজিত থেকে ৮১ রান করেন৷
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এদিন রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করেন ইশান কিশান৷ ছক্কা মেরে পৌঁছন অর্ধশতরানে৷ তিনি ৭ টি চার ও ২ টি ছক্কা মারেন অর্ধশতরানে৷
𝐏💣𝐂𝐊𝐄𝐓 𝐃𝐘𝐍𝐀𝐌💣 has arrived to #TATAIPL 2022 & how! 💙
He reaches his fifty with a 9⃣8⃣m six! 🤯#OneFamily #DilKholKe #MumbaiIndians #DCvMI @ishankishan51 pic.twitter.com/nxwZzfq73k — Mumbai Indians (@mipaltan) March 27, 2022
Splendid Knock 👌👌 FIFTY up for @ishankishan51. Will he power @mipaltan to a perfect finish❓ Live - https://t.co/WRXqoHz83y #TATAIPL #DCvMI pic.twitter.com/MhrzY0HMTq
— IndianPremierLeague (@IPL) March 27, 2022
এদিকে তাঁর ইনিংস যেমন সংযত ছিল তেমনিই ছিল তুফানি৷ রোহিত শর্মা যখন তাঁর উল্টোদিকে ছিলেন তখন তিনি ধরে খেলছিলেন৷ তবে প্রথম ম্যাচেই নিজের ওঠা দামকে মর্যাদা দিতে হবে এরকম একটা ভাবনা নিয়ে মাঠে নেমেছিলেন ইশান কিশান৷ তাই তাঁর ৪৮ বলের ৮১ সাজানো ১১ টি চার এবং ২ টি ছয় দিয়ে৷
আরও পড়ুন - IPL 2022 কোন কোম্পানির ফোন রিচার্জ করালে ফ্রি তে আইপিএল দেখতে পাবেন গ্রাহকরা
সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে ঝড় শুরু হয়৷ সকলেই মজে ইশানের ধামাকা পারফরম্যান্সে৷
Ishan 5 Kishan 6 56 full Fre hai Apna Ishan Kishan.#MIvsDC#DCvsMI #IPL2022 pic.twitter.com/aHjcKtvtNq
— OFFICIAL UAC TIMES🚩🚩🇮🇳🇮🇳//13Exs Stan🥺🥺💞💞 (@OX_ApnaUACTimes) March 27, 2022
Rohit Sharma: You are the most expensive player of the IPL Auction Ishan Kishan: pic.twitter.com/c9lj0B7w7i
— Rajabets India🇮🇳👑 (@smileandraja) March 27, 2022
15crs daaww!! not worth daww!! Ishan ~ pic.twitter.com/9BdPjAX3AW
— Troll ஜோக்கர் CSgay™❁ (@Troll_CSgay) March 27, 2022
Ishan Kishan as opener in IPL since 2020. 68*(37) 37(36) 25(19) 72*(47) 50*(25) 84(32) 81*(48) Today Match @ishankishan51 👑 pic.twitter.com/bihRQWnxPN
— 𝐒𝐊_ᴹᴵ (@Sk_twitz55) March 27, 2022
এদিন মূলত তাঁর ব্যাট ভর দিয়েই দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান করে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: DC, IPL 2022, Ishan Kisan, MI