IPL 2022 কোন কোম্পানির ফোন রিচার্জ করালে ফ্রি তে আইপিএল দেখতে পাবেন গ্রাহকরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
গ্রাহকদের জন্য নিজেদের প্ল্যানে ডিজনি প্লাস হট স্টারে সম্প্রচার দেখাচ্ছে৷ এতে সস্তায় আইপিএল দেখতে পাবেন দর্শকরা৷গ্রাহকদের জন্য নিজেদের প্ল্যানে ডিজনি প্লাস হট স্টারে সম্প্রচার দেখাচ্ছে৷ এতে সস্তায় আইপিএল দেখতে পাবেন দর্শকরা৷
#কলকাতা: আইপিএ ২০২২ (IPL 2022) অর্থাৎ মিলিয়ন ডলার টুর্নামেন্টের ১৫ তম মরশুম শুরু হয়ে গেছে৷ শনিবার শুরু হয়েছে ক্রিকেট ফ্যানদের পছন্দের এই টুর্নামেন্ট৷ প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস , কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরেছে ৷ কেকেআর ৬ উইকেটে জিতে অভিযান শুরু করেছে৷ শ্রেয়স আইয়ার এই প্রথমবার কেকেআরের অধিনায়ক হয়েছেন৷ আইপিএলের প্রতিটা ম্যাচ ডিজনি + হটস্টারে (Disney + Hotstar) লাইভ দেখা যাচ্ছে৷ জিও টিভিতেও এই ম্যাচ দেখা যাচ্ছে৷ জিও রিচার্জ প্ল্যান (Jio Recharge Plans) নিজের গ্রাহকদের জন্য নিজেদের প্ল্যানে ডিজনি প্লাস হট স্টারে সম্প্রচার দেখাচ্ছে৷ এতে সস্তায় আইপিএল দেখতে পাবেন দর্শকরা৷
advertisement
advertisement
এছাড়াও থাকছে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা৷ সব মিলিয়ে ২৮ দিনে মোট ৫৬ জিবি ডেটা পান গ্রাহকরা৷ প্রতি দিন ১০০ টি এসএমএস পাঠানো যায়৷ প্রিপেড প্ল্যানের ৪৯৯ টাকার রিচার্জে ডিজনি হটস্টার, জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি, জিও ক্লাউডের অ্যাকসেস পাওয়া যায়৷ আইপিএল ২০২২ ২৬ মার্চ থেকে ২৯ মে হবে৷ নিজেদের মোবাইলেই তা দেখে নিতে পারবেন৷
advertisement