CSK vs RCB Dream 11 Team Prediction: কাদের ওপর বাজি লাগলে খুলবে কপাল জেনে নিন সিএসকে বনাম আরসিবি ম্যাচে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
রবীন্দ্র জাদেজা এখনও অধিনায়ক হিসেবে পুরোপুরি ব্যর্থ৷
#মুম্বই: চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (CSK vs RCB) দল আইপিএল ২০২২ -এ ২২ তম ম্যাচে মুখোমুখি হবে৷ রবীন্দ্র জাদেজার নেতৃত্বাধীন সিএসকে এখনও অবধি আইপিএল ২০২২ এ এখনও নিজেদের জয়ের খাতা খুলতে পারেনি৷ সিএসকে নিজের গত চার ম্যাচ খেলার পর পয়েন্ট টেবলে সবচেয়ে নিচের স্থানে রয়েছে৷ অন্যদিকে ফ্যাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন আরসিবি ৪ ম্যাচের ৩ ম্যাচে জয়ের সঙ্গে পয়েন্ট টেবলের ৩ নম্বরে রয়েছে৷ ডুপ্লেসিস গত মরশুমে সিএসকে দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন৷ কিন্তু এই মরশুমে অধিনায়কত্ব করছেন৷ ফলে এই মোকাবিলা আরও বেশি রোমাঞ্চকর হতে চলেছে৷
রবীন্দ্র জাদেজা এখনও অধিনায়ক হিসেবে পুরোপুরি ব্যর্থ৷ অন্যদিকে প্রথম জয়ের জন্য এমএস ধোনি, রবিন উত্থাপ্পা, অম্বাতি রায়ডু, এবং ডয়েন ব্র্যাভো মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দায়িত্ব পালন করতে হবে৷ সিএসকে এখনও অবধি মাত্র একটি ম্যাচে ২০০-র বেশি রান করেছে৷ যেখানে অন্য ৩ ম্যাচে ক্রিকেটাররা বিশেষ কিছু করে উঠতে পারেননি৷
এখন তাঁর সামনে এমন টিম তাদের কাছে স্পিনার হসরঙ্গা, ডেভিড বিলি এবং মহম্মদ সিরাজের মজবুত বোলার আছে৷ আরসিবি এখনও অবধি সব বিভাগেই ভাল পারফরম্যান্স করেছে৷ টিম আত্মবিশ্বাসে ভর্তি৷
advertisement
advertisement
সিএসকে বনাম আরসিবি (CSK vs RCB) সম্ভাব্য ড্রিম ইলেভেন (Dream 11 Team Prediction, IPL 2022)
অধিনায়ক - ফাফ ডু প্লেসিস
সহ অধিনায়ক- রবীন্দ্র জাদেজা
উইকেটকিপার-দীনেশ কার্তিক
ক্রিকেটার- ফাফ ডু প্লেসিস, রবিন উত্থাপ্পা, বিরাট কোহলি
advertisement
অলরাউন্ডার- ওয়ানিন্দু হসরঙ্গা, মইন আলি, রবীন্দ্র জাদেজা
বোলার - হর্ষল প্যাটেল, ডয়েন ব্র্যাভো, আকাশদীপ, মুকেশ চৌধুরি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore Full Squad)- ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ, দীনেশ কার্তিক, হর্ষল প্যাটেল, ওয়ানিন্দু হসরঙ্গা, সুয়শ প্রভুদেশাই, অনুজ রাওয়াত, শাহবাদ আহমেদ,আকাশদীপ, অনীশ্বর গৌতম, জেসন বেহেনড্রফ, জোশ হেজেলউড, ক্ষমা মিলিন্দ, মহিলাল লোমরোর, শরফেন রদরফোর্ড, ফিন এলেন, কর্ণ শর্মা, ডেভিড বিলি, লুবনিথ সিসোদিয়া, সিদ্ধার্থ কউল
advertisement
চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings Full Squad)- রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), এমএস ধোনি, রতুরাজ গায়কোয়াড়, মইন আলি, অম্বাতি রায়ডু, রবিন উত্থাপ্পা, ডেবোন কনওয়ে, ডয়েন ব্র্যাভো, ক্রিস জর্ডন, শিভম দুবে, দীপক চাহার, সিমরজিত সিং, ডয়েন প্রিটোরিয়াস, মিচেল সেটনর, অ্যাডম মিত্নে, রাজবর্ধন হঙ্গরগেকর, প্রশান্ত সোলাঙ্কি, মহেশ তীক্ষণা, মুকেশ চৌধুরি, শুভাংশু সেনাপতি, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, সি হরি নিশান্ত, এন জগদীশন, কে ভগত বর্মা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 12, 2022 5:26 PM IST