IPL 2021: RR vs MI ম্যাচে, দু'দলের প্রথম একাদশ জেনে নিন এক ক্লিকে

Last Updated:

IPL 2021: RR vs MI: মঙ্গলবার মুম্বই টসে (Toss Update) জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল৷

IPL 2021: Playing 11 of RR vs MI
IPL 2021: Playing 11 of RR vs MI
#কলকাতা: আইপিএল ২০২১ (IPL 2021) এখন বেশ কয়েকটি দলের কাছে করো নয় মরো পরিস্থিতি৷  মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস (RR vs MI) ম্যাচটিও দুই দলের কাছেই প্রচণ্ড গুরুত্বপূর্ণ৷ মঙ্গলবার মুম্বই টসে (Toss Update) জিতে  ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল৷
দেখে নিন প্লেঅফের লড়াইতে টিকে থাকতে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ (Playing 11) কেমন হল৷
advertisement
advertisement
রাজস্থান রয়্যালস এই ম্যাচে নিজেদের প্রথম একাদশ (Playing 11) ঘোষণা করেছে৷
advertisement
আইপিএল ২০২১ -র প্লে অফে (Playoff) যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচ জয় একমাত্র উপায় মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে৷ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এদিনের ম্যাচে হারলেও তাও একটা ক্ষীণ সুযোগ তাদের সামনে থাকবে৷ কিন্তু রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স যদি এদিনের ম্যাচে কোনও ভাবে হারে তাহলে খেতাব ধরে রাখার আশায় একেবারে জল ঢালা হয়ে যাবে৷ আইপিএল প্লে অফের (IPL 2021 playoffs) আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ই একমাত্র উপায় তাদের৷
advertisement
আইপিএল ২০২১ এ  (IPL 2021) রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Rajasthan Royals vs Mumbai Indians) দুটি দলই ১২ টি করে ম্যাচ খেলে ফেলেছে৷ দুটি দলই ৫ টি করে জয় নিয়ে ১০ পয়েন্ট পেয়ে রয়েছে৷ সব এক হলেও রাজস্থান রয়্যালসের অবস্থা মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থা অনেকটাই স্বস্তির কারণ এই ম্যাচে হারলে মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফ (IPL Playoff) থেকে ছিটকে যাবে৷ অন্যদিকে এই ম্যাচ হেরেও শেষ চারে যেতে পারবে রাজস্থান রয়্যালস৷
advertisement
মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস (Mumbai Indians vs Rajasthan Royals) দুটি দলেরই এখনও অবধি দুটি করে ম্যাচ বাকি রয়েছে৷ মুম্বই আজ রাজস্থান ও শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে৷ আজ যদি মুম্বই হেরে যায় তাহলে তাদের ১০ পয়েন্টই থেকে যাবে আর রাজস্থানের পয়েন্ট হবে ১২৷  রাজস্থান ৭ অক্টোবর কেকেআরের বিরুদ্ধে খেলবে৷ যাদের আগেই ১২ পয়েন্ট হয়ে রয়েছে৷ এই অবস্থায় কলকাতা ও রাজস্থানের ম্যাচে যে জিতবে সেই আইপিএল প্লে অফের টিকিট পেয়ে যাবে৷ কারণ যে দলই জিতবে তার ১৪ পয়েন্ট হবে৷ সেক্ষেত্রে নেট রানরেটের ওপর ভিত্তিতে পাওয়া যাবে শেষ চারের টিকিট৷
advertisement
এদিকে রাজস্থানের কাছে মুম্বই নিজের শেষ ম্যাচ হায়দরাবাদের সঙ্গে খেললেও যদি জিতেও যায় তাহলে তাদের পয়েন্ট হবে ১২৷ এই ম্যাচে তাই জয় মুম্বই ইন্ডিয়ান্সের খুবই গুরুত্বপূর্ণ৷ হারলে তাদের দেশে ফেরাই ভবিত্যব হবে৷
advertisement
এই মুহূর্তে দিল্লি ক্যাপিটাল্স ২০ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২১ পয়েন্ট টেবলে এক নম্বরে রয়েছে৷ এছাড়া চেন্নাই সুপার কিংস ১৮ পয়েন্ট নিয়ে দু নম্বরে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছে৷ কেকেআর এখন পয়েন্ট টেবলের চার নম্বরে রয়েছে৷ আইপিএলের লিগ পর্বের ৫৬ টি ম্যাচের ৫০ টি ম্যাচ খেলা হয়ে গেছে৷ রাজস্থান বনাম মুম্বই এই পর্বের ৫১ তম ম্যাচ হবে
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: RR vs MI ম্যাচে, দু'দলের প্রথম একাদশ জেনে নিন এক ক্লিকে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement