হোম /খবর /খেলা /
IPL 2021:দিল্লির বিরুদ্ধে টসে জিতলেন বিরাট, দেখে নিন প্লেয়িং ১১

IPL 2021: RCB vs DC: দিল্লির বিরুদ্ধে টসে জিতলেন বিরাট, দেখে নিন প্লেয়িং ১১

IPL 2021: RCB vs DC: Toss update of 56 match in Dubai , know playing 11

IPL 2021: RCB vs DC: Toss update of 56 match in Dubai , know playing 11

IPL 2021: RCB vs DC: প্লেঅফের টিকিট পাকা হয়ে গেছে দু দলেরই এই ম্যাচে দেখে নিন নিজেদের প্রথম একাদশ কোন দল কেমন করল৷

  • Last Updated :
  • Share this:

#দুবাই: আইপিএল ২০২১এ  (IPL2021 ) আরসিবি বনাম দিল্লি ক্যাপিটাল্স (RCB vs DC) ম্যাচে টসে  (Toss Update) জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি৷

প্লেঅফের টিকিট পাকা হয়ে গেছে দু দলেরই এই ম্যাচে দেখে নিন নিজেদের প্রথম একাদশ কোন দল কেমন করল৷

আরও পড়ুন - IPL 2021: MI vs SRH: টসই কি হল মুম্বই ইন্ডিয়ান্সের ভাগ্য নির্ধারক, জানুন Toss Update

এদিকে এই ম্যাচেই আইপিএল ২০২১ -র রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের  (RCB) তারকা বোলার হর্ষল প্যাটেলের (Harshal Patel) সামনে ইতিহাস তৈরির হাতছানি৷ প্যাটেল আইপিএলের ১৪তম মরশুমে একেবারে খতরনাক বোলার প্রমাণিত হয়েছেন৷ তিনি ১৩ ম্যাচে এখনও অবধি ২৯ উইকেট নিয়েছেন৷ আরসিবি-র দল প্লে অফে পৌঁছে গেছে ফলে আরও অন্তত ২ টি ম্যাচ তাঁরা খেলতে পারবে৷ এই অবস্থায় প্যাটেলের (Harshal Patel Record) কাছে আইপিএলের একটি মরশুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বোলার হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছেন৷ প্যাটেল চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার ডয়েন ব্র্যাভো, ও দিল্লি ক্যাপিটাল্সের কাগিসিও রাবাদাকে পিছনে ফেলার মুখে দাঁড়িয়ে রয়েছেন৷

এক মরশুমে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড ব্র্যাভোর নামেডয়েন ব্র্যাভো আইপিএল ২০১৩ তে মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে ১৮ ম্যাচে ৩২ উইকেট নিয়েছেন৷ মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল চ্যাম্পিয়নও হয়েছিল সেই মরশুমে৷ ২০২০ তে কাগিসিও রাবাদা ১৭ ম্যাচে ৩০ উইকেট নিয়েছিলেন৷ দিল্লি ক্যাপিটাল্সের ফাইনালে পৌঁছনোতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল৷ আইপিএলে শুধু এই দুই ক্রিকেটারই ৩০ টি করে উইকেট নিয়েছেন৷ আজও আরসিবি  বনাম দিল্লি ক্যাপিটাল্সের লড়াইতে ব্র্যাভো ও রাবাদা-র পর প্যাটেল এই কৃতিত্বের সামনে দাঁড়িয়ে৷বুমরাহ -ভুবনেশ্বরকে পেরিয়ে গেছেন প্যাটেল

Published by:Debalina Datta
First published:

Tags: Cricket, IPL 2021, Virat Kohli