IPL 2021: MI vs SRH: টসই কি হল মুম্বই ইন্ডিয়ান্সের ভাগ্য নির্ধারক, জানুন Toss Update
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2021: MI vs SRH: কেকেআরের প্লে অফের টিকিট কি পাকা হল?
#কলকাতা: আইপিএল ২০২১ (IPL 2021) ৫৫ তম ম্যাচে আবুধাবিতে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (MI vs SRH)৷ টস সব ম্যাচেই গুরুত্বপূর্ণ আর এই ম্যাচের টস আপডেট (Toss Update) একটু বেশিই গুরুত্বপূর্ণ৷ টসে জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল রোহিত শর্মা৷ এদিকে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব করছেন মণীশ পান্ডে৷ ফলে টসে হেরে প্রথমে ফিল্ডিং পেলে যে প্লে অফে যাওয়ার সম্ভবনায় শুরুতেই বালি পড়ে যেত সেটা অন্তত হল না৷
এদিকে এর আগে কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএল ২০২১ (IPL 2021) -র ৫৪ তম ম্যাচে রাজস্থান রয়্যালস (RR) ৮৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে৷ এই জয়ের ফলে চতুর্থ স্থানে কেকেআরের অবস্থান আরও মজবুত হয়েছে৷ কার্যত তাদের প্লে অফে পৌঁছনো নিশ্চিত৷ চেন্নাই সুপার কিংস (CSK) এবং দিল্লি ক্যাপিটাল্স (DC) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) আগেই প্লে অফে জায়গা করে নিয়েছে৷ এখন প্লে অফের জন্য চতুর্থ দলের পরিস্থিতি আকর্ষণীয় হয়ে গেছে৷ এদিকে এই সবের জেরে গতবারের আইপিএল চ্যাম্পিয়ন এবং পাঁচবারের আইপিএল ট্রফি জয়ী মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফে (Mumbai Indians in Playoff) পৌঁছনো প্রায় অনিশ্চিত৷
advertisement
BU⚡⚡ING for #SRHvMI 🤩#OneFamily #MumbaiIndians #IPL2021 pic.twitter.com/rCmy0suzhS
— Mumbai Indians (@mipaltan) October 8, 2021
advertisement
ষষ্ঠ স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians ) এখনও অবধি অবশ্য পুরো আশা হারায়নি৷ কিন্তু মুম্বইয়ের প্লে অফে পৌঁছনোর রাস্তা খুবই জটিল৷ রাজস্থানের বিরুদ্ধে বড় জয়ের ফলে কেকেআর (KKR) নিজের রানরেট খুবই ভালো করে নিয়েছে৷ এরফলে মুম্বই আরও চাপে পড়ে গেছে৷ প্লে অফে পৌঁছতে গেলে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৭১ রানের ব্যবধানে হারাতে হবে৷
advertisement
শুক্রবার আইপিএল ২০২১ (IPL 2021) শেষ ডবল হেডারের শেষ ম্যাচ হবে৷ টুর্নামেন্টের এই প্রথম একইসঙ্গে দুটি ম্যাচ হবে৷ দিল্লি ক্যাপিটাল্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স খেলবে আর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে৷ যদি সানরাইজার্স অধিনায়ক টসে জেতে আর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তখনই সরকারি ভাবে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ থেকে ছিটকে যাবে৷
advertisement
আরও পড়ুন - Indian Railways: Job Vacancy: রেলওয়েতে বড়সড় নিয়োগ! ২২০৬ পদে অ্যাপ্রেন্টিস পদের বিজ্ঞপ্তি প্রকাশ!
মুম্বই ইন্ডিয়ান্স যদি প্রথমে বল করে তাহলে পয়েন্ট টেবলে কেকেআরকে কোনওভাবেই ছিটকে দিতে পারবে না৷ তাতে যদি প্রথম ওভারেও ম্যাচ জিতে যায় তাহলেও প্লেঅফের টিকিট পাবে না৷ আইপিএলের (IPL2021) সবচেয়ে সফল দল ও পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে৷ তাদের নেট রানরেট -০.০৪৮, কিন্তু কেকেআর রাজস্থানের বিরুদ্ধে বড় জয় পাওয়ায় তাদের রানরেট +০.৫৮৭৷ আইপিএল ২০২১ এ দ্বিতীয় পর্বে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) খারাপ হয়েছে পারফরম্যান্স৷ তারই জেরে তাদের এই রকমের অবস্থা, যখন তারা খেতাব রক্ষার লড়াইতে নেমে টুর্নামেন্টের প্লে অফে পৌঁছতে পারল না৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 08, 2021 7:07 PM IST