IPL 2019: হেটমায়ার-গুরকিরতের যুগলবন্দীতে সানরাইজার্স বধ RCB-র, রবিবার মুম্বইকে হারালেই প্লে অফে KKR
Last Updated:
সানরাইজার্স হায়দরাবাদ: ১৭৫/৭ ( ২০ ওভার)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৭৮/৬ (১৯.২ ওভার)
চার বল বাকী থাকতেই ৪ উইকেটে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
advertisement
#বেঙ্গালুরু: রবিবার ওয়াংখেড়েতে কী ঘটবে, সে তো সময়েই বলবে ৷ কিন্তু তার আগে শনিবারটা কেকেআর শিবিরের জন্য অবশ্যই একটা স্বস্তির দিন গেল ৷ প্রথমে রাজস্থান এবং তারপর সানরাইজার্স ৷ প্লে অফে ওঠার দৌড়ে নাইটদের দুই প্রতিদ্বন্দ্বীই এদিন নিজেদের ‘মাস্ট উইন’ ম্যাচে হার হজম করল ৷
advertisement

রাজস্থান পথের কাঁটা থেকে সরলেও এখনও নেট রানরেটের লড়াইয়ে টুর্নামেন্টে টিকে রয়েছেন সানরাইজার্স ৷ কিন্তু অন্য কোনও অঙ্ক নয় ৷ দ্বাদশ আইপিএলের প্লে অফে জায়গা পেতে রবিবার রাসেলদের প্রয়োজন একটা মাত্র জয় ৷ মুম্বই ইন্ডিয়ান্সকে তাদের ঘরের মাঠে হারালেই সরাসরি প্লে অফে যাবে নাইটরা ৷
advertisement
এদিন টস হেরে চিন্নাস্বামীতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক উইলিয়ামসনের অপরাজিত ৭০ রানের দৌলতে নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান করে সানরাইজার্স ৷ জবাবে ব্যাট করতে নেমে পার্থিব (০), কোহলি (১৬), এবি ডেভিলিয়ার্স (১)-দের উইকেট হারালেও শেষ ম্যাচে জিতে আরসিবি সমর্থকদের মুখে হাসি ফোটালেন হেটমায়ার (৭৫)-গুরকিরত সিং (৬৫) জুটি ৷ চতুর্থ উইকেটের পার্টনারশিপে ওঠে ১৪৪ রান ৷ শেষের দিকে এই দু’জনের উইকেট হারিয়ে আরসিবি কিছুটা চাপে পড়লেও দলকে জেতানোর জন্য বাকী রানটা তুলে দেন গ্র্যান্ডহোম, উমেশ যাদবরা ৷ ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাওয়ার আগে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটাও নিয়ে গেলেন শিমরন হেটমায়ার ৷
advertisement
.@RCBTweets win by 4 wickets and sign off their #VIVOIPL campaign on a high #RCBvSRH pic.twitter.com/uD0rmxiL1C
— IndianPremierLeague (@IPL) May 4, 2019
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2019 11:29 PM IST