#হায়দরাবাদ: রবিবার হায়দরাবাদে রুদ্ধশ্বাস ফাইনাল মাত্র ১ রানে জিতে নিতে সফল মুম্বই ইন্ডিয়ান্স ৷ এই নিয়ে চারবার আইপিএল ট্রফি নিজেদের ঘরে তুলতে সফল রোহিত ব্রিগেড ৷ রাজীব গান্ধি স্টেডিয়ামে এদিন অবশ্য একটা অদ্ভূত ওভারেরও সাক্ষী থেকেছে গোটা স্টেডিয়াম ৷ সেটা হল, ডোয়েন ব্র্যাভোর কিয়েরন পোলার্ডকে করা একটি ওভার ৷
ব্র্যাভোর করা সেই ওভারের প্রথম বলে নিশ্চিত রান নেননি পোলার্ড। পরের বলটি ওয়াইড করেন ব্রাভো ৷ কিন্তু উইকেট ছেড়ে অফসাইডে সরে আসায় ওয়াইডের সিগন্যাল দেননি আম্পায়ার নিতিন মেনন, যা মেনে নেন পোলার্ড। কিন্তু নাটকের এখানেই শেষ নয় ৷ পরের বলটিও একইরকম করেন পোলার্ড ৷ এবার আর অফের দিকে সরেননি পোলার্ড। ফলে সেটি ছিলো নিশ্চিত ওয়াইড। কিন্তু আম্পায়ার এটিকেও রায় দেন বৈধ ডেলিভারি হিসেবে। যা একদমই পছন্দ হয়নি পোলার্ডের। তাৎক্ষণিকভাবে ব্যাট আকাশে ছুড়ে নিজের হতাশা প্রকাশ করেন এ ক্যারিবিয়ান ক্রিকেটার।
এরপরের বলে একেবারে অদ্ভূত স্টান্স নিলেন পোলার্ড ৷ এগিয়ে চলে যায় অফের দিকে ৷ শেষপর্যন্ত বলটিকে ডেডবল ঘোষণা করেন আম্পায়ার ৷ পোলার্ডকে ডেকে সতর্কও করেন তাঁরা ৷ বিষয়টিকে একেবারেই ভালভাবে নেননি দুই আম্পায়ার এবং ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ ৷ ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2019, Kieron Pollard, Pollard Fine, কিয়েরন পোলার্ড