IPL 2019: আজ ওয়াংখেড়েতে ভাগ্য নির্ধারণ কার্তিকদের, দেখে নিন KKR-র সম্ভাব্য প্রথম একাদশ
Last Updated:
#মুম্বই: ওয়াংখেড়েতে আজ, রবিবার মুম্বইকে হারিয়ে কেকেআর প্লে অফে যাবে কী না, তা জানতে অপেক্ষা আর কয়েক ঘণ্টার ৷ শনিবার একইসঙ্গে রাজস্থান এবং হায়দরাবাদের হারে এখন প্লে অফে ওঠার রাস্তা আরোই মসৃণ হয়েছে নাইটদের ৷ প্রয়োজন শুধুমাত্র একটি জয় ৷ তাহলেই সরাসরি প্লে অফে যাওয়ার যোগ্যতা অর্জন করবে দীনেশ কার্তিক অ্যান্ড কোম্পানি ৷ কিন্তু আজকের ম্যাচ হারলে অবশ্য নেট রান রেটের অঙ্ক এসে যাচ্ছে ৷ এ ব্যাপারে এখনও পর্যন্ত নাইটদের থেকে সামান্য হলেও এগিয়ে সানরাইজার্স ৷
মুম্বইয়ের মাঠে কেকেআরের অতীত রেকর্ড একেবারেই ভাল নয় ৷ এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে ২৪ ম্যাচের মধ্যে কেকেআর জিতেছে ছ’বার। যার মধ্যে ওয়াংখেড়েতে ১০ বার মুখোমুখি হয়েছে দু’দল। সেখানে মাত্র এক বারই মাত্র জিতেছে কেকেআর। বাকী ৯ বারই হেরেছে শাহরুখ খানের দল ৷ আজ, রবিবার সেই রেকর্ড বদলাতে মরিয়া কেকেআর ৷ প্রথম একাদশেও কোনওরকম পরিবর্তন করতে স্বভাবতই চান না কার্তিকরা ৷ ওপেনিংয়ে লিন-শুভমান জুটি রানের মধ্যেই রয়েছেন ৷ এ ছাড়া মিডল অর্ডারে সবচেয়ে বড় ভরসা অ্যান্দ্রে রাসেল ৷ গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত ফর্মে রয়েছেন ক্যারিবিয়ান তারকা ৷ মুম্বইকে হারিয়ে প্লে অফে যেতে তাই তাঁর দিকেই তাকিয়ে কেকেআর ৷
advertisement
কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ: ক্রিস লিন, সুনীল নারিন, শুভমান গিল, রবিন উথাপ্পা, নীতিশ রানা, রিঙ্কু সিং, দীনেশ কার্তিক ( অধিনায়ক), অ্যান্দ্রে রাসেল, পীযূষ চাওলা, হ্যারি গার্নি, সন্দীপ ওয়ারিয়ার
advertisement
Today is #WorldLaughterDay and @SanjanaGanesan took the almost-impossible job of making @SunilPNarine74 laugh! Watch to know how she fared! #MIvKKR #KKRHaiTaiyaar pic.twitter.com/Ur7va6luIa
— KolkataKnightRiders (@KKRiders) May 5, 2019
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2019 1:25 PM IST