IPL 2019: ওয়াংখেড়েতে ম্যাচ চলাকালীন হঠাৎই মেজাজ হারান রাসেল, ধাক্কা মারেন ডি’ কক-কে ! কিন্তু কেন ?

Last Updated:
#মুম্বই: গোটা টুর্নামেন্টেই নাইটদের মধ্যে সবচেয়ে ভাল পারফরম্যান্স একজনেরই ৷ তিনি অ্যান্দ্রে রাসেল ৷ ক্যারিবিয়ান তারকার পারফরম্যান্স নিয়ে কোনও কথা হবে না ৷ তিনি বরাবরেরই শান্ত স্বভাবের ৷ যদিও ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে কিছু সমস্যা রয়েছে বলে সাংবাদিকদের কাছে অসন্তোষ প্রকাশ করেছিলেন ৷ কিন্তু রবিবার মুম্বইয়ের কাছে কেকেআরের ‘সুইসাইড’-এর দিনই ফের মাঠে মেজাজ হারালেন দ্রে রাস ৷
ভিডিওটি দেখতে ক্লিক করুন----> Russell was probably angry as I took him on: de Kock
বল করার সময় মুম্বই-এর ওপেনার কুইন্টন ডি’কককে ধাক্কাই মেরে বসলেন তিনি। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের দিকে ঠান্ডা চাহনিও দিলেন। সাত-আটের দশকে ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের এমন করতে দেখা যেত ৷ কিন্তু হঠাৎ শান্ত  রাসেল এমন করে বসলেন কেন ? কী ব্যাপারে মেজাজ হারালেন তিনি ৷ আসলে কুইন্টন ডি’ কক রাসেলের প্রথম ওভারেই ১৬ রান নেন। সন্দীপ ওয়ারিয়রের ওভার চলাকালীন ডি’কককে উদ্দেশ্য করে বল ছোড়েন রাসেল ৷ এরপর ধাক্কাও মারেন ৷
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2019: ওয়াংখেড়েতে ম্যাচ চলাকালীন হঠাৎই মেজাজ হারান রাসেল, ধাক্কা মারেন ডি’ কক-কে ! কিন্তু কেন ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement