#IPL2019 : DC vs RCB: বিরাটদের প্লে অফ আশায় জল ঢেলে দিল সৌরভের বুদ্ধি, প্লে অফে দিল্লি

Photo Courtesy- IPL / BCCI

Photo Courtesy- IPL / BCCI

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি :দাদা-র ক্রিকেট বুদ্ধিতে বাজিমাত করলেন ৷ বিরাটদের আইপিএল প্লে অফের আশা শেষ হয়ে গেল রবিবারই ৷ এদিন দিল্লি ক্যাপিটাল্সের কাছে হেরে এবারের মতো আইপিএলের শেষ চারে আর যাওয়া হচ্ছে না তাদের ৷ অন্যদিকে সৌরভের ক্রিকেট বুদ্ধি আরও একবার প্রমাণ করল এখনও তিনি কেন সেরা ৷  ১৬ রানে জিতে দিল্লি পৌঁছে গেল প্লে অফে ৷

    দিল্লির বিরুদ্ধে শুরুটা ভালোই করেছিল আরসিবি ৷ একটা লাইফলাইন পেয়ে পার্থিব প্যাটেলকে সঙ্গে নিয়ে দিল্লির ঘরের ছেলে বিরাট কোহলি চালিয়ে খেলছিলেনে আরসিবি -র জার্সিতে ৷ পার্থিব প্যাটেলকে আউট করে প্রথম আঘাতটা হানেন রাবাদা ৷ এরপর ৩৯ রানে তিনি আউট হওয়ার পর ২৩ রানে খতম হয়ে যায় বিরাটের ইনিংসও ৷

    এরপর এবি ডিভিলিয়ার্স ,শিভম দুবে একে একে প্যাভিলিয়নে ফেরেন অল্প অল্প রানেই ৷ দিল্লির অমিত মিশ্র শিভম ও ক্লাসেনের উইকেট তুলে নেন অল্প ব্যবধানে ৷ তবে এরপর একটা চেষ্টা করেন গুরকিরাত সিং ও স্টোয়ানিস ৷ গুরকিরাত ইশান্ত শর্মার বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ৷ এদিন ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রানেই  থমকে যায় তারা ৷

    এর আগে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান করল দিল্লি ৷ এদিনের ম্যাচ জিতলে আইপিএলের প্লে অফে পৌঁছে যাচ্ছে সৌরভের ছেলেরা৷ আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখতে গেলে জিততেই হবে এই ম্যাচ এই অবস্থায় দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে খেলতে নেমেছে আরসিবি ৷ এদিন টসে জিতে অবশ্য প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ৷

    SHREYASH SIKHAR

    প্রথমে ব্যাট করে শুরুটা মন্দ করে নি তারা ৷ লিগ টেবলের ৩ নম্বরে থাকা সৌরভের দিল্লি -র এদিন দুই ক্রিকেটার করে নিলেন অর্ধশতরান ৷ শিখর ধাওয়ান ৩৭ বলে ৫০ রান করেন এবংঅধিনায়ক শ্রেয়স আইয়ার ৩৭ বলে ৫২ রান করেন ৷বল হাতে আরসিবি-হ হয়ে যজুবেন্দ্র চাহাল দুটি উইকেট নেন ৷আর শেষ বেলায় রাদারফোর্ডের ১৩ বলে ২৮ ও অক্ষর প্যাটেলের ৯ বলে ১৬ রান দিল্লিকে বড় স্কোরের দিকে এগিয়ে দেয়৷আরও দেখুন
    First published:

    Tags: DC vs RCB, IPL 2019, Sourav Ganguly