#IPL2019 : DC vs RCB: বিরাটদের প্লে অফ আশায় জল ঢেলে দিল সৌরভের বুদ্ধি, প্লে অফে দিল্লি

Last Updated:
#নয়াদিল্লি :দাদা-র ক্রিকেট বুদ্ধিতে বাজিমাত করলেন ৷ বিরাটদের আইপিএল প্লে অফের আশা শেষ হয়ে গেল রবিবারই ৷ এদিন দিল্লি ক্যাপিটাল্সের কাছে হেরে এবারের মতো আইপিএলের শেষ চারে আর যাওয়া হচ্ছে না তাদের ৷ অন্যদিকে সৌরভের ক্রিকেট বুদ্ধি আরও একবার প্রমাণ করল এখনও তিনি কেন সেরা ৷  ১৬ রানে জিতে দিল্লি পৌঁছে গেল প্লে অফে ৷
দিল্লির বিরুদ্ধে শুরুটা ভালোই করেছিল আরসিবি ৷ একটা লাইফলাইন পেয়ে পার্থিব প্যাটেলকে সঙ্গে নিয়ে দিল্লির ঘরের ছেলে বিরাট কোহলি চালিয়ে খেলছিলেনে আরসিবি -র জার্সিতে ৷ পার্থিব প্যাটেলকে আউট করে প্রথম আঘাতটা হানেন রাবাদা ৷ এরপর ৩৯ রানে তিনি আউট হওয়ার পর ২৩ রানে খতম হয়ে যায় বিরাটের ইনিংসও ৷
এরপর এবি ডিভিলিয়ার্স ,শিভম দুবে একে একে প্যাভিলিয়নে ফেরেন অল্প অল্প রানেই ৷ দিল্লির অমিত মিশ্র শিভম ও ক্লাসেনের উইকেট তুলে নেন অল্প ব্যবধানে ৷ তবে এরপর একটা চেষ্টা করেন গুরকিরাত সিং ও স্টোয়ানিস ৷ গুরকিরাত ইশান্ত শর্মার বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ৷ এদিন ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রানেই  থমকে যায় তারা ৷
advertisement
advertisement
এর আগে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান করল দিল্লি ৷ এদিনের ম্যাচ জিতলে আইপিএলের প্লে অফে পৌঁছে যাচ্ছে সৌরভের ছেলেরা৷ আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখতে গেলে জিততেই হবে এই ম্যাচ এই অবস্থায় দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে খেলতে নেমেছে আরসিবি ৷ এদিন টসে জিতে অবশ্য প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ৷
advertisement
SHREYASH SIKHAR
প্রথমে ব্যাট করে শুরুটা মন্দ করে নি তারা ৷ লিগ টেবলের ৩ নম্বরে থাকা সৌরভের দিল্লি -র এদিন দুই ক্রিকেটার করে নিলেন অর্ধশতরান ৷ শিখর ধাওয়ান ৩৭ বলে ৫০ রান করেন এবংঅধিনায়ক শ্রেয়স আইয়ার ৩৭ বলে ৫২ রান করেন ৷
advertisement
বল হাতে আরসিবি-হ হয়ে যজুবেন্দ্র চাহাল দুটি উইকেট নেন ৷আর শেষ বেলায় রাদারফোর্ডের ১৩ বলে ২৮ ও অক্ষর প্যাটেলের ৯ বলে ১৬ রান দিল্লিকে বড় স্কোরের দিকে এগিয়ে দেয়৷
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
#IPL2019 : DC vs RCB: বিরাটদের প্লে অফ আশায় জল ঢেলে দিল সৌরভের বুদ্ধি, প্লে অফে দিল্লি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement