‘‘ আমাকে দলে নিয়ে আইপিএলকে বাঁচিয়ে দিল বীরেন্দ্র সেহওয়াগ ’’ : গেইল

Last Updated:

গেইলকে বিশেষ পাত্তা না দিলে যে কী ঘটতে পারে, তার পরিচয় পাওয়া গিয়েছে বৃহস্পতিবার মোহালিতে ৷

#মোহালি: এবছর আইপিএলের নিলামে  কোনও দলই পাননি ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল ৷ শেষপর্যন্ত বীরেন্দ্র সেহওয়াগের কথাতেই কিংস ইলেভেন পঞ্জাব দলে তাঁর ঠাই হয় ৷ কিন্তু গেইলকে বিশেষ পাত্তা না দিলে যে কী ঘটতে পারে, তার পরিচয় পাওয়া গিয়েছে বৃহস্পতিবার মোহালিতে ৷ মাত্র ৬৩ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলে একাই হায়দরাবাদকে ধ্বংস করেন ক্যারিবিয়ান কিং ৷ তাঁর ইনিংসটি সাজানো ছিল ১টা বাউন্ডারি এবং ১১টা ছক্কায় ! গেইল ঝড়ে সানরাইজার্স বোলারদের যে কী অবস্থা হয়েছিল, সেটা এই পরিসংখ্যান দেখেই আন্দাজ করা সম্ভব ৷
Capture
Capture1
advertisement
নিলামে ‘আনসোল্ড’ গেইলকে পরে নূন্যতম দামে দলে তুলে নিয়ে এখন লাভেরই মুখ দেখছে পঞ্জাব ফ্র্যাঞ্চাইজি ৷ আইপিএলের প্রথম সেঞ্চুরি করার পরে পুরস্কার নিতে এসে হাতটা একবার তুলে বলে গেলেন, ‘‘ক্রিস গেইল নামটা ভুলে যাবেন না ! কিছুটা সম্মান দেখান। অনেকেই ভেবেছিল, আমি বোধ হয় বুড়ো হয়ে গিয়েছি। অনেকেই বলেছিল, ক্রিসের এ বার অনেক কিছু প্রমাণ করার আছে। আমার কিছু প্রমাণ করার নেই। তবে এটুকু বলব, আমাকে দলে নিয়ে আইপিএলকে বাঁচিয়ে দিল বীরেন্দ্র সেহওয়াগ ! কিছু দিন আগে সেহওয়াগ বলেছিল, ক্রিস যদি দু’টো ম্যাচও জিতিয়ে দিতে পারে, তা হলে ওদের টাকা উসুল হয়ে যাবে। এই নিয়ে এ বার আমাকে বীরুর সঙ্গে কথা বলতে হবে ! ’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ আমাকে দলে নিয়ে আইপিএলকে বাঁচিয়ে দিল বীরেন্দ্র সেহওয়াগ ’’ : গেইল
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement