‘‘ আমাকে দলে নিয়ে আইপিএলকে বাঁচিয়ে দিল বীরেন্দ্র সেহওয়াগ ’’ : গেইল

Last Updated:

গেইলকে বিশেষ পাত্তা না দিলে যে কী ঘটতে পারে, তার পরিচয় পাওয়া গিয়েছে বৃহস্পতিবার মোহালিতে ৷

#মোহালি: এবছর আইপিএলের নিলামে  কোনও দলই পাননি ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল ৷ শেষপর্যন্ত বীরেন্দ্র সেহওয়াগের কথাতেই কিংস ইলেভেন পঞ্জাব দলে তাঁর ঠাই হয় ৷ কিন্তু গেইলকে বিশেষ পাত্তা না দিলে যে কী ঘটতে পারে, তার পরিচয় পাওয়া গিয়েছে বৃহস্পতিবার মোহালিতে ৷ মাত্র ৬৩ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলে একাই হায়দরাবাদকে ধ্বংস করেন ক্যারিবিয়ান কিং ৷ তাঁর ইনিংসটি সাজানো ছিল ১টা বাউন্ডারি এবং ১১টা ছক্কায় ! গেইল ঝড়ে সানরাইজার্স বোলারদের যে কী অবস্থা হয়েছিল, সেটা এই পরিসংখ্যান দেখেই আন্দাজ করা সম্ভব ৷
Capture
Capture1
advertisement
নিলামে ‘আনসোল্ড’ গেইলকে পরে নূন্যতম দামে দলে তুলে নিয়ে এখন লাভেরই মুখ দেখছে পঞ্জাব ফ্র্যাঞ্চাইজি ৷ আইপিএলের প্রথম সেঞ্চুরি করার পরে পুরস্কার নিতে এসে হাতটা একবার তুলে বলে গেলেন, ‘‘ক্রিস গেইল নামটা ভুলে যাবেন না ! কিছুটা সম্মান দেখান। অনেকেই ভেবেছিল, আমি বোধ হয় বুড়ো হয়ে গিয়েছি। অনেকেই বলেছিল, ক্রিসের এ বার অনেক কিছু প্রমাণ করার আছে। আমার কিছু প্রমাণ করার নেই। তবে এটুকু বলব, আমাকে দলে নিয়ে আইপিএলকে বাঁচিয়ে দিল বীরেন্দ্র সেহওয়াগ ! কিছু দিন আগে সেহওয়াগ বলেছিল, ক্রিস যদি দু’টো ম্যাচও জিতিয়ে দিতে পারে, তা হলে ওদের টাকা উসুল হয়ে যাবে। এই নিয়ে এ বার আমাকে বীরুর সঙ্গে কথা বলতে হবে ! ’’
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ আমাকে দলে নিয়ে আইপিএলকে বাঁচিয়ে দিল বীরেন্দ্র সেহওয়াগ ’’ : গেইল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement