অরেঞ্জ ক্যাপে না বিরাটের, শ্রেষ্ঠত্বের স্বীকৃতিতে না আরসিবি অধিনায়কের

Last Updated:

পেশাদার ক্রিকেটে দারুণ পারফরমার হলেও বিরাট কোহলি কিন্তু এখনও আবেগের হাতে বন্দি৷ বিভিন্ন সময়েই এর পরিচয় আমরা পাই৷ কখনও যেমন সেটা মাঠে হয় তেমনি সেটা কখনও হয় মাঠের বাইরের ঘটনায়৷

#মুম্বই: পেশাদার ক্রিকেটে দারুণ পারফরমার হলেও বিরাট কোহলি কিন্তু এখনও আবেগের হাতে বন্দি৷ বিভিন্ন সময়েই এর পরিচয় আমরা পাই৷ কখনও যেমন সেটা মাঠে হয় তেমনি সেটা কখনও হয় মাঠের বাইরের ঘটনায়৷
মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ৪৬ রানে হেরে যায় বিরাটের আরসিবি৷ এদিকে এদিন দুরন্ত ইনিংস খেলেন পরাজিত অধিনায়ক বিরাট কোহলি৷ তিনি মাত্র ৬২ বলে ৯২ রান করেন৷ এরই সুবাদে এ মরশুমের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার এক নম্বরে বিরাট৷ চার ম্যাচে তাঁর রান ২০১৷ ফলে অরেঞ্জ ক্যাপের মালিক হন আরসিবি অধিনায়ক৷ কিন্তু তিনি না বলে দিয়েছেন৷
advertisement
আসলে আবেগপ্রবণ বিরাটের লড়াই তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সকে আরও উজ্জ্বল করলেও দলকে জয় ছিনিয়ে এনে দিতে পারেননি৷ আর সেটাই ভালো লাগেনি তাঁর৷
advertisement
বিরাট বলেছেন, ‘‘আমি সত্যিই এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ পড়তে চাই না৷ মুম্বই সত্যিই দারুণ খেলেছে আমরা কোনও সুযোগ পাইনি৷ যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন আসলে কোনও ভয়ডর থাকে না খেলায়৷ আমরা চেষ্টা করেও খেলায় ফিরতে পারিনি৷’’
advertisement
এদিন মুম্বইয়ের ইনিংস চলাকালীন আবেগের বশবর্তী হয়ে আম্পায়রের সঙ্গেও উত্তেজিত বাক্য বিনিময় করেছিলেন বিরাট কোহলি৷ টুইটেও ভাইরাল সেই ছবি৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অরেঞ্জ ক্যাপে না বিরাটের, শ্রেষ্ঠত্বের স্বীকৃতিতে না আরসিবি অধিনায়কের
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement