এটা আমার অন্যতম সেরা ইনিংস : রাসেল

Last Updated:

গোটা ইনিংসটা সাজানো একটা বাউন্ডারি এবং ১১টা ছক্কায় !

#চেন্নাই: গোটা ইনিংসটা সাজানো একটা বাউন্ডারি এবং ১১টা ছক্কায় ! এমন অতিমানবীয় ইনিংস কেকেআর দলে খেলার মতো লোক হাতে গোনাই কয়েকজন রয়েছে ৷ যাঁদের মধ্যে অন্যতম ক্যারিবিয়ান অলরাউন্ডার অ্যান্দ্রে রাসেল ৷
GAZI_1688
কেকেআরের বরাবরের রান মেশিন এদিনও নিরাশ করেননি ৷ মাত্র ৩৬ বলে ৮৮ রানের ইনিংস খেলে দলকে দু’শোর গণ্ডী টপকালেন তিনি ৷ চিপকের এই ইনিংস যে তাঁর সেরা ইনিংসগুলির মধ্যে অন্যতম, সেটা মেনে নিয়েছেন রাসেল নিজেও ৷ রাসেল বলেন, ‘‘ এটা আমার স্পেশ্যাল ইনিংস ৷ কালিসের সঙ্গে নেটে এই নিয়ে প্রচুর খেটেওছি আমি ৷ ও আমায় বলেছিল যে মাঠে নেমে টিকে থাকতে হবে ৷ ব্যাট করার সময় ফোকাসটা থাকতে হবে শুধুমাত্র বলের উপর ৷ ব্র্যাভো আমার টিমমেট ৷ আমার ভাল বন্ধু ৷ কিন্তু ওর বলে যে শটটা মাঠের বাইরে আজ মেরেছি সেটা দারুণ লেগেছে আমার ৷ গত একবছরে অনেক কিছু শিখেছি ৷ কীভাবে ইনিংস গড়তে হয় সেটা শিখেছি ৷ উইকেট আজ ব্যাটিংয়ের জন্য ভাল ছিল ৷ যদিও সেরা উইকেট এটা নয় ৷ টিম মিটিংয়ে বেশ কিছু আলোচনা আমরা করেছিলাম ৷ সেগুলো মাঠে নেমে কাজে লাগাতে পেরেছি ৷ ’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এটা আমার অন্যতম সেরা ইনিংস : রাসেল
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement