আইপিএলের মঞ্চ থেকে শিক্ষা নিয়ে এখন নিজের ‘এই ভুল’ নিয়ে খাটছেন শ্রীবৎস
Last Updated:
বাংলার জার্সিতেও বহুবার রান আউট হয়েছেন। তাই এবার রানিং বিটুইন দ্য উইকেট ঠিক করতে বদ্ধপরিকর একদা বিরাটের সতীর্থ।
#কলকাতা: এ যেন পাল্টে যাওয়ার গল্প। আইপিএল নিলামে টিম পেলেও খেলার ব্যপারে খুব একটা আশাবাদী ছিলেন না। তবে ঋদ্ধিমানের চোটে হায়দরাবাদের প্রথম একাদশে সুযোগ পান শ্রীবৎস গোস্বামী। রশিদ, সাকিবদের কিপ করে নিজেকে প্রমাণ করেন। ব্যাটেও নিজের ছাপ রাখার চেষ্টা করেন। ঋদ্ধি ফিট হলে বসতে হবে জেনেও এখনও চাপে পড়েননি। তবে ফাইনালে রান আউট হওয়ার আক্ষেপ এখনও শ্রী-এর গলায়। বাংলার জার্সিতেও বহুবার রান আউট হয়েছেন। তাই এবার রানিং বিটুইন দ্য উইকেটস ঠিক করতে বদ্ধপরিকর একদা বিরাটের সতীর্থ।
অধিনায়ক উইলিয়ামসনের ক্রিকেট দর্শন অনেকটা পাল্টে দিয়েছে শ্রীবৎসকে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে কিউই অধিনায়ককে স্ট্যাম্পড করেছিলেন বিরাটের বলে। সেই উইলিয়ামসনকে আইপিএলে দেখেই মুগ্ধ বঙ্গকিপার।
হেয়ারস্টাইলে পরিবর্তন করেছেন। জিম করে নিজেকে ফিট রাখছেন। আইপিএলের জন্য ইংল্যান্ডে খেলতে যাওয়া হয়নি। বড়িশার হয়ে সুপার কাপে নামতে চান পরিণত শ্রীবৎস। ফিজিক্যাল ট্রেনার প্রেমিকাকে সঙ্গে নিয়ে সোমবার ইডেনে ঘুরে গেলেন শ্রীবৎস গোস্বামী। ঋদ্ধি, ঋষভ, সঞ্জু,ঈশান,দীনেশ কার্তিকদের সঙ্গে লড়াইটা কঠিন মানছেন। তবে জাতীয় জার্সিতে স্বপ্ন এখনও ছাড়ছেন না শ্রীবৎস।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 05, 2018 1:08 PM IST