বিতর্ক ঝেড়ে ফেলে দিল্লির অনুশীলনে শামি
Last Updated:
শেষপর্যন্ত আবার ক্রিকেট মাঠে ফিরলেন শামি ৷
#নয়াদিল্লি: পরকীয়া বাউন্সার থেকে পথ দুর্ঘটনা ৷ একের পর এক ঝড়ই গত কয়েক সপ্তাহ বয়ে গিয়েছে ভারতীয় পেসার মহম্মদ শামির উপর ৷ শেষপর্যন্ত আবার ক্রিকেট মাঠে ফিরলেন শামি ৷ বিতর্ককে আপাতত দূরে সরিয়ে রেখেই দিল্লি ডেয়ারডেভিলসের অনুশীলনে নেমে পড়লেন বাংলার পেসার ৷
আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল ৷ টুর্নামেন্ট শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন ৷ এই সময় প্রত্যেক দলেরই অনুশীলন চলছে জোরকদমে ৷ শামিই বা পিছিয়ে থাকবেন কেন ৷ কোচ রিকি পন্টিংয়ের তত্ত্বাবধানে নেটে নেমে পড়েছেন তিনিও ৷ টুর্নামেন্টের প্রথম দিনেই অবশ্য দিল্লির ম্যাচ নেই ৷ শামির দল মাঠে নামছে রবিবার থেকে ৷ প্রথম ম্যাচেই বিতর্কিত এই পেসারকে দেখা যাওয়ার সম্ভাবনা এখন উজ্জ্বল ৷
advertisement
advertisement
আরসিবি-র মতো দিল্লি ডেয়ারডেভিলসও এখনও পর্যন্ত একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি ৷ এবছর অধিনায়ক, কোচ সবই বদল হয়েছে দিল্লি শিবিরে ৷ অনুশীলনে এখন কোচ পন্টিং এবং অধিনায়ক গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে যথেষ্ট চনমনেই দেখাচ্ছে দিল্লি শিবিরকে ৷ স্ত্রী হাসিনের সঙ্গে ঝামেলা চলাকালীনই গাড়ি দুর্ঘটনায় আহত হন শামি ৷ সুস্থ হয়ে মাঠে নেমে পড়েছেন তিনিও ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2018 3:00 PM IST