স্টার্কের বদলি অলরাউন্ডার টম কুরান, কেকেআরে ফিরলেন মনোবিদ মাইক হর্নও

Last Updated:

আইপিএলে ছিটকে যাওয়া মিচেল স্টার্কের বদলে টম কুরানকেই দলে নিল কেকেআর।

#কলকাতা: আইপিএলে ছিটকে যাওয়া মিচেল স্টার্কের বদলে টম কুরানকেই দলে নিল কেকেআর। দিনকয়েকের মধ্যেই কালিসের অনুশীলনে যোগ দেবেন ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার।
মঙ্গলবার শহরে এসেই ইডেনে নাইটদের অনুশীলন ম্যাচে ব্যাট করলেন ক্রিস লিন। কাঁধের চোট সারিয়ে একদম পুরোন মেজাজে দেখা গিয়েছে তাঁকে। বুধবার অনুশীলনে নামবেন নয়া রিক্রুট মিচেল জনসন। এদিকে ফের শাহরুখের টিমে যোগ দিলেন মনোবিদ মাইক হর্ন।
Tom Curran Tom Curran
advertisement
২০১৪-এ আইপিএল চ্যাম্পিয়ন দলের সঙ্গে কাজ করেছেন। অন্যদিকে বাঁ-হাতি পেসারের অভাব মেটাতে কর্ণাটকের শ্রীনাথ অরবিন্দকে দলে নিচ্ছে কেকেআর। বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কের মাঝেই সুনীল নারিন দীর্ঘক্ষণ হাত ঘোরালেন নেটে। ক্যারিবিয়ান স্পিনারের অ্যাকশনে সমস্যা নেই বলেই দাবি নাইট সিইও-র।
বাংলা খবর/ খবর/খেলা/
স্টার্কের বদলি অলরাউন্ডার টম কুরান, কেকেআরে ফিরলেন মনোবিদ মাইক হর্নও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement