কার্তিককে ভরপুর সমর্থন করুন.... কেকেআর সমর্থকদের কাছে আবেদন শাহরুখের

Last Updated:

গৌতম গম্ভীর অন্যত্র চলে যাওয়ার পর এখন নাইটদের দায়িত্বে দীনেশ কার্তিক ৷

#কলকাতা: বিরাটের আরসিবি-র বিরুদ্ধে দুরন্ত জয় দিয়েই এবারের আইপিএল অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স ৷ দীনেশ কার্তিকের নেতৃত্বে এবছর কেকেআর দল একেবারেই নতুন ৷ সুনীল নারিন, ক্রিস লিন এবং কুলদীপ যাদবদের মতো কয়েকজন নাইটরা বাদে এবছর ‘ব্র্যান্ড নিউ ’ কেকেআর-কেই দেখা যাচ্ছে ৷
গৌতম গম্ভীর অন্যত্র চলে যাওয়ার পর এখন নাইটদের দায়িত্বে দীনেশ কার্তিক ৷ অধিনায়ক হিসেবে কার্তিকের সঙ্গে সেভাবে পরিচিত নন দেশের ক্রিকেটপ্রেমীরা ৷ কেকেআর অধিনায়ক কোনও তারকাও নন ৷ তাই সেদিক থেকে দেখতে গেলে এই নতুন কেকেআর-কে আমজনতা কীভাবে নেয়, সেটাই দেখার ৷ ইডেনে প্রথম ম্যাচ জেতার পর মুম্বই ফিরে যাওয়ার আগে কলকাতার দর্শকদের জন্য বিশেষ একটি বার্তাও দিয়ে গিয়েছেন কেকেআর বাদশা শাহরুখ খান ৷ তিনি বলেন, ‘‘ কলকাতা এবং বাংলার মানুষদের বলছি, আমাদের কাজ হল দীনেশ কার্তিককে এই নতুন পরিবেশে খুশি রাখা। যে দায়িত্ব কার্তিককে দেওয়া হয়েছে, তা পালন করতে ও প্রস্তুত। আশা করছি, ও সফলও হবে। কিন্তু সবচেয়ে আগে আমাদের দীনেশের পাশে দাঁড়াতে হবে।’’
advertisement
গম্ভীরের নেতৃত্বে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর  ৷ তাই সমর্থকদের পক্ষে তাঁকে রাতারাতি ভুলে যাওয়াটা হয়তো কঠিন ৷ কিন্তু নতুন অধিনায়ককে যত তাড়াতাড়ি কলকাতার মানুষ মেনে নেবেন, ততোই ভাল বলে মনে করেন কিং খান ৷ তিনি বলেন, ‘‘ কার্তিক এবং গৌতম  দু’জনেই খুব ধীর, স্থির ছেলে। গৌতম দলের জন্য যা করেছে, তা অতুলনীয়। ওকে কী ভাবে ধন্যবাদ দেব, জানি না। সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা নিজেদের মধ্যে আলোচনাও করেছিলাম। এ বার আমরা একটু অন্য ভাবে দল গঠনের কথা ভেবেছি। আমরা এবছর সব নতুন করে করব বলে ঠিক করেই রেখেছিলাম ৷ আগেও সেটা আমরা করেছি ৷ তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দেওয়াই আমাদের লক্ষ্য ৷ ’’
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কার্তিককে ভরপুর সমর্থন করুন.... কেকেআর সমর্থকদের কাছে আবেদন শাহরুখের
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement