নাইটদের পারফরম্যান্সে খুশি শাহরুখ, ট্যুইটে দলকে কী বার্তা দিলেন কিং খান ? দেখে নিন
Last Updated:
মাঠে না থাকলেও প্রিয় নাইটদের বার্তা পাঠাতে কখনই ভোলেন না শাহরুখ।
#কলকাতা: শেষবার তিনি যখন মাঠে এসেছিলেন ৷ তখন দলের দুর্দশা দেখেই মাঠ ছেড়েছিলেন ৷ কিন্তু ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের ওই ম্যাচের পর থেকেই চিত্রটা বদলেছে ৷ পরপর দু’টো ম্যাচ জিতে এখন প্লে অফে ওঠার দৌড়ে ভালমতোই এগিয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ আপাতত লিগ টেবলে তিন নম্বরে রয়েছে তারা ৷ শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলেই প্লে অফে যাওয়া পাকা নাইটদের ৷ পঞ্জাব, রাজস্থানকে হারিয়ে এখন তাই চনমনে কেকেআর শিবির ৷ টিম মালিক শাহরুখ খানও স্বভাবতই খুশি কার্তিকদের পারফরম্যান্সে ৷
মাঠে না থাকলেও প্রিয় নাইটদের বার্তা পাঠাতে কখনই ভোলেন না শাহরুখ। এর আগে অধিনায়ক দীনেশ কার্তিকের অনুরোধে নিজের হাসিমুখের ছবি পোস্ট করেছিলেন ৷ এবার রাজস্থানকে হারানোর পর নাইট-মালিক ট্যুইটারে পোস্ট করলেন অধিনায়ক কার্তিকের হাসিমুখের ছবি । সেখানে লেখা, ‘‘এই হাসি যেন বজায় থাকে। দীনেশের হাসিমুখের ছবি আমার কাছে এসেও পৌঁছেছে। কুলদীপকে অভিনন্দন দুর্দান্ত বোলিং এবং অসাধারণ ইন্টারভিউ দেওয়ার জন্য। লিন যেন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। আর সুনীল তো আগের মতোই অসাধারণ।’’ পাশাপাশি কিং খান প্রশংসা করেছেন, দলের দুই তরুণ তুর্কি প্রসিদ্ধ কৃষ্ণা ও শিবম মাভিরও।
advertisement
advertisement
And smiles to go...and keep from @DineshKarthik to me. Well done @imkuldeep18 with ball & interviews. @lynny50 who is getting sane! @prasidh43 @ShivamMavi23 & @SunilPNarine74 is Sunil! pic.twitter.com/UnCsvZbuqZ
— Shah Rukh Khan (@iamsrk) May 15, 2018
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 16, 2018 5:15 PM IST