ফের মুম্বইয়ের কাছে লজ্জার হার নাইটদের, ইডেনে বিষন্ন শাহরুখ-জুহি জুটি
Last Updated:
মুম্বই ইন্ডিয়ান্স- ২১০/৬ (২০ ওভার), কলকাতা নাইট রাইডার্স- ১০৮ ( ১৮.১ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স- ২১০/৬ (২০ ওভার)
কলকাতা নাইট রাইডার্স- ১০৮ ( ১৮.১ ওভার)
১০২ রানে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স
advertisement
#কলকাতা: মরশুমে প্রথমবার ইডেনের বক্সে শাহরুখ-জুহি জুটি। সচিনহীন মুম্বইকে তাতাতে হাজির নীতা আম্বানিও। ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরু মালিঙ্গার। তবু নাইটদের অগ্নিপরীক্ষার আবহে গুমোট বুধ সন্ধের ইডেন।
ভোরের জোড়াসাঁকোয় রবীন্দ্র জয়ন্তীর সুর। মোবাইলে শুভেচ্ছা। গাভাসকরের হিমসাগরে কামড়। ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার পিঠে মাইকেল ভন। ময়দানে টেনিস বলের ক্রিকেট। কিংবা বহুদিন পর ইডেনে এক ফ্রেমে শাহরুখ-জুহি জুটি ৷ বুধের ইডেনে শো সুপারহিট হওয়ার জন্য বিনোদনের সব মশলাই মজুত ছিল ৷ কিন্তু শেষপর্যন্ত সেটা হল না ৷ ১০২ রানের রেকর্ড ব্যবধানে প্রিয় দলের হার দেখেই বাড়ি ফিরতে হল ইডেনের ষাট হাজার দর্শক এবং কেকেআর মালিককে ৷
advertisement
Sports is about the spirit & wins/losses don’t reflect that. But tonite as the ‘Boss’ I need to apologise to the fans for the lack of spirit
— Shah Rukh Khan (@iamsrk) May 9, 2018
advertisement
সব ছবিই বড় বেমানান। সন্ধের ধর্মতলায় পারদ ৩৯ ছুঁইছুঁই। আর পঁচিশে বৈশাখের ইডেন আরও গুমোট। আইপিএলে মুম্বই মানেই নাইটদের কাছে ফাঁড়া। ১১২৭ দিন কলকাতার বিরুদ্ধে অপরাজিত রোহিতরা। আরেকটা হার মানেই প্লে-অফের দরজা হাট করে খুলে যাবে। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মুম্বই। বাদ দেওয়া যাচ্ছে না রাজস্থানকেও। এসব অঙ্কের কথা মাথায় রেখে আজ ম্যাচে জয় অত্যন্ত প্রয়োজন ছিল নাইটদের ৷ কিন্তু বরাবরের মুম্বই গাঁট এবারও টপকানো হল না কিং খানের দলের ৷ ওয়াংখেড়ের পর ইডেনেও ধরাশায়ী কার্তিকরা ৷
advertisement
সচিন আসেননি। তবে টেনশনের ম্য়াচেই সিজনে প্রথমবার এক ফ্রেমে ডরের সেই বিখ্যাত জুটি। ইদানিং যাঁদের একসঙ্গে খুব একটা দেখা যায় না। উল্টোদিকে চাটার্ড বিমানে সন্ধেয় কলকাতা আসা পল্টনের মালকিন নীতা আম্বানি। মালিঙ্গা ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরু করার আগেই ফের কানাকানি নাইটদের টিমলিস্ট নিয়ে। শুভমান গিল রাতারাতি ভ্য়ানিশ। শুধু ওপেনিং নয়। প্রথম এগারো থেকেই। কেন ? চোট ঘিরে রহস্য। একইরকম ধোঁয়াশা শিবম মাভির চোট কবে সারবে, তা নিয়েও। অগত্যা নাইটদের এগারোয় ফের এদিন জায়গা হয় রিঙ্কু সিং-য়ের। আর জনসনের বদলি টম কুরান। রবীন্দ্র জয়ন্তী-কবিতা-গান-সুর-আবেগ। সব হাওয়া। ইডেনে আজ লজ্জাজনক হারে এখন প্লে অফের রাস্তাই যে আরও কঠিন দেখাচ্ছে দু’বারের চ্যাম্পিয়নদের ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2018 11:56 PM IST