আইপিএলে বেটিং ! সলমনের ‘ভাই’আরবাজের নাম নিল দাউদের ছায়ায় থাকা বুকি

Last Updated:

২০১৮ –র আইপিএলে ফের শিরোনামে বেটিং স্ক্যান্ডাল ৷ এবার জড়িয়ে গেল বলিউডের অভিনেতা ও ডিরেক্টর আরবাজ খানের নাম ৷

#নয়াদিল্লি : ২০১৮ –র আইপিএলে ফের শিরোনামে বেটিং স্ক্যান্ডাল ৷ এবার জড়িয়ে গেল বলিউডের অভিনেতা ও ডিরেক্টর আরবাজ খানের নাম ৷
আইপিএল বেটিংয়ের তদন্তের জন্য থানে পুলিশ তাঁকে সমন পাঠিয়েছে এমনটাও জানা গেছে ৷ হাই প্রোফাইল বুকি সোনু জালানকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে সলমান খানের ভাইয়ের নাম ৷
অ্যান্টি এক্সটরশান সেলের পক্ষ থেকে আরবাজ খানের জবানবন্দিও রেকর্ড করার কথা বলা হয়েছে ৷ বলিউড সুপারস্টার সলমন খানের ভাই আরবাজ খান বুকিদের মাধ্যমে আইপিএলের একাদশ মরশুম চলাকালীন বেটিংয়ে টাকা লাগাতেন ৷
advertisement
advertisement
অ্যান্টি এক্সটরশান সেলের পক্ষ থেকে পুলিশ আধিকারিক প্রদীপ শর্মা জানিয়েছেন , ‘‘ বেটিংয়ে তাঁর ভূমিকা খতিয়ে দেখা হবে এবং তাঁর বয়ান রেকর্ড করা হবে ৷ ’’
আইপিএলের বেটিংয়ে আরবাজ ২.৮ কোটি টাকা র ক্ষতি করেছিলেন যার পর জালানের থেকে হুমকি পাচ্ছিলেন ৷ যদিও সলমান ও আরবাজের বাবা এইধরণের কোনও ঘটনার কথা জানেন বলে অস্বীকার করেছেন ৷
advertisement
১৬ মে প্রথম থানে ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি এক্সটরশান সেল দোম্বিভিলির একটি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একটি বড় বেটিং সিন্ডিকেটের খোঁজ পায় ৷ পুলিশের দাবি প্রায় ১০০ কোটি টাকার টার্নওভার হয়েছে এই সিন্ডিকেটের হাত ধরে ৷ বেটিং দুনিয়ায় সোনু জালানের একটা ডায়ারি উদ্ধার হয়েছে যেখানে আরও বড় চমকদার নামের সূত্র পাওয়ার সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ এই বেটিং চক্রেরই কিং পিন ছিলেন জুনিয়র কলকাতা নাম নিয়ে কাজ করতেন তিনি ৷
advertisement
পাশাপাশি এই সোনু জালানের দাউদ যোগাযোগেরও সূত্র পাওয়া গেছে ৷ বছর কয়েক আগে আইপিএল কে কাঁপিয়ে দিয়েছিল স্পট ফিক্সিং বিতর্ক ৷ তবে ফের একবার স্ক্যানারের নিচে চলে এল মিলিয়ন ডলার এই টুর্নামেন্ট ৷
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলে বেটিং ! সলমনের ‘ভাই’আরবাজের নাম নিল দাউদের ছায়ায় থাকা বুকি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement