সবার সামনে এমন কী ‘গোপন’ কথা জানালেন ধোনি, যা সাক্ষীকে বলা বারণ ?
Last Updated:
মাঠে হোক বা মাঠের বাইরে ৷ সচরাচর নিজের আবেগ প্রকাশ তিনি করেন না ৷
#পুণে: মাঠে হোক বা মাঠের বাইরে ৷ সচরাচর নিজের আবেগ প্রকাশ তিনি করেন না ৷ খেলা চলাকালীন মাঠে বরাবরই তাঁকে অনেক টেনশনের মধ্যেও নির্লিপ্ত মুখে দেখা গিয়েছে ৷ তিনি মহেন্দ্র সিং ধোনি ৷ নিজের আবেগের বহিঃপ্রকাশ করতে যাঁকে কখনই দেখা যায় না ৷ সেই মাহিই এবার সবার সামনেই জানালেন নিজের পুরনো প্রেমের কথা ৷
সিএসকে দলের সতীর্থ শ্যেন ওয়াটসন, সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজাদের নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ধোনি ৷ অনুষ্ঠানের ভরা মঞ্চেই নিজের ব্যক্তিগত জীবনের ‘গোপন’ কথা জনসমক্ষে আনলেন।
advertisement
অনুষ্ঠানে ধোনিকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর প্রথম প্রেম কে ! প্রশ্ন শুনে কিছুটা লজ্জা পেলেও উত্তরটা দিতে খুব বেশি সময় নেননি মাহি ৷ চেন্নাই সুপার কিংস অধিনায়ক জানান, ১৯৯৯ সালে ক্লাস টুয়েলভে পড়াকালীনই স্বাতী নামের এক মেয়ের প্রেমে পড়েছিলেন তিনি ৷ ওই মেয়েই ছিল তাঁর জীবনের প্রথম ‘ক্রাশ’ ৷ রাঁচির ডিএভি জেভিএম স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেন ধোনি ৷ পরে মজার ছলে অবশ্য মাহি এও জানান, কেউ যেন এই ঘটনা তাঁর স্ত্রীকে না জানায়।
advertisement
স্বাতীকে সেসময় হয়তো তিনি পাননি ৷ কিন্তু কেউ যে তখন ভাবতেও পারেননি রাঁচির এই তরুণই আগামী দিনে সারা বিশ্ব কাঁপাবেন ৷ দেশকে এনে দেবেন টি২০ এবং ওয়ান ডে বিশ্বকাপ ট্রফিও ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2018 11:18 AM IST