সবার সামনে এমন কী ‘গোপন’ কথা জানালেন ধোনি, যা সাক্ষীকে বলা বারণ ?

Last Updated:

মাঠে হোক বা মাঠের বাইরে ৷ সচরাচর নিজের আবেগ প্রকাশ তিনি করেন না ৷

#পুণে: মাঠে হোক বা মাঠের বাইরে ৷ সচরাচর নিজের আবেগ প্রকাশ তিনি করেন না ৷ খেলা চলাকালীন মাঠে বরাবরই তাঁকে অনেক টেনশনের মধ্যেও নির্লিপ্ত মুখে দেখা গিয়েছে ৷ তিনি মহেন্দ্র সিং ধোনি ৷ নিজের আবেগের বহিঃপ্রকাশ করতে যাঁকে কখনই দেখা যায় না ৷ সেই মাহিই এবার সবার সামনেই জানালেন নিজের পুরনো প্রেমের কথা ৷
সিএসকে দলের সতীর্থ শ্যেন ওয়াটসন, সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজাদের নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ধোনি ৷ অনুষ্ঠানের ভরা মঞ্চেই নিজের ব্যক্তিগত জীবনের ‘গোপন’ কথা জনসমক্ষে আনলেন।
advertisement
অনুষ্ঠানে ধোনিকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর প্রথম প্রেম কে ! প্রশ্ন শুনে কিছুটা লজ্জা পেলেও উত্তরটা দিতে খুব বেশি সময় নেননি মাহি ৷ চেন্নাই সুপার কিংস অধিনায়ক জানান, ১৯৯৯ সালে ক্লাস টুয়েলভে পড়াকালীনই স্বাতী নামের এক মেয়ের প্রেমে পড়েছিলেন তিনি ৷ ওই মেয়েই ছিল তাঁর জীবনের প্রথম ‘ক্রাশ’ ৷ রাঁচির ডিএভি জেভিএম স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেন ধোনি ৷ পরে মজার ছলে অবশ্য মাহি এও জানান, কেউ যেন এই ঘটনা তাঁর স্ত্রীকে না জানায়।
advertisement
স্বাতীকে সেসময় হয়তো তিনি পাননি ৷ কিন্তু কেউ যে তখন ভাবতেও পারেননি রাঁচির এই তরুণই আগামী দিনে সারা বিশ্ব কাঁপাবেন ৷ দেশকে এনে দেবেন টি২০ এবং ওয়ান ডে বিশ্বকাপ ট্রফিও ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সবার সামনে এমন কী ‘গোপন’ কথা জানালেন ধোনি, যা সাক্ষীকে বলা বারণ ?
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement