আরসিবি’র নেটে স্থানীয় ‘চায়নাম্যান’, কুলদীপকে সামলাতে বিশেষ প্ল্যান বিরাটদের

Last Updated:

দশবারের আইপিএলে তিনবার রানার্স। তীরে এসে তরী ডুবছে বারবার। কার্স্টেনের হাত ধরেই নতুন শপথ কোহলিদের।

#কলকাতা: দশবারের আইপিএলে তিনবার রানার্স। তীরে এসে তরী ডুবেছে বারবার। কার্স্টেনের হাত ধরেই নতুন শপথ কোহলিদের।
কুলদীপকে সামলাতে কলকাতায় এসেই স্থানীয় চায়নাম্যান বোলারের খোঁজ। বোলিং কোচ নেহেরাকেও বিশেষ দায়িত্ব। ম্যাকালাম, পার্থিবদের সঙ্গে কথা বলে চাপ কাটানো চেষ্টা কোচের। ১৬ জনের স্কোয়াড রেডি। গতবার ইডেনে ৪৩ অলআউট ভোলেনি আরসিবি। বিরাটের তেজ আর গ্যারির ঠাণ্ডা মাথাই এবার পবন নেগিদের সাফল্যের টোটকা।
advertisement
advertisement
কেকেআর-আরসিবি লড়াইয়ের দু’দিন আগে ইডেনে তেমন বারুদের গন্ধ অবশ্য পাওয়া যায় নি। সেটা অবশ্য স্বাভাবিকই ৷ আসল যোদ্ধারাই যে এখনও ময়দানে নামেননি। শুক্রবার সন্ধ্যার পরে কলকাতায় পৌঁছলেন বিরাট কোহলি, এবি ডেভিলিয়ার্স, কোরি অ্যান্ডারসন, কুইন্টন ডি’কক-রা। আজ, শনিবার বিকেলে তাঁরা ইডেনে প্র্যাকটিসে নামার পরেই বোধহয় আসল যুদ্ধক্ষেত্রের চেহারা নেবে ইডেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আরসিবি’র নেটে স্থানীয় ‘চায়নাম্যান’, কুলদীপকে সামলাতে বিশেষ প্ল্যান বিরাটদের
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement