বুধবার ফের নামছে কেকেআর, এক ক্লিকেই জেনে নিন দলের শক্তি-দুর্বলতা

Last Updated:
#জয়পুর: তুখোড় ফর্মের ঝলক সোমবার দেখিয়েছে কেকেআর৷ বুধবার আত্মবিশ্বাসী দীনেশ বাহিনীর সামনে রাজস্থান রয়্যালস৷ ধীরে ধীরে নতুন দল দানা বাঁধছে৷
নতুন মরশুমের শুরুতে দীনেশ কার্তিকের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছে নাইট ম্যানেজম্যান্ট৷ এখনও অবধি যা পারফরম্যান্স তা অঙ্কের হিসেবে ফিফটি –ফিফটি৷ প্রথমে আরসিবি-র বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলেও মাঝে দুটি ম্যাচে পা ফস্কেছিল৷ কিন্তু সোমবার দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে বড় জয়ে গোটা শিবিরে অক্সিজেন সাপ্লাই চালু হয়েছে৷
ব্যাটসম্যানরা ধীরে ধীরে ছন্দ পাচ্ছেন, দলের টিউনিংটাও যে বেড়েছে তা ম্যাচগুলি ধারাবাহিকভাবে লক্ষ্য রাখলেই বোঝা যাচ্ছে৷ এই অবস্থায় দীনেশের সামনে অজিঙ্ক রাহানের রাজস্থান রয়্যালস৷ স্টিভ স্মিথের হঠাৎ সরে যাওয়ার ধাক্কা সামলে নিয়ে ধীরে ধীরে দানা বাঁধছে দল৷ তারাও ৩ টি ম্যাচের দুটিতে জয় হাসিল করেছে৷
advertisement
advertisement
কেকেআরের ওপেনিং জুটি ক্রিস লিন ও সুনীল নারিন ধামাকা ব্যাটসম্যান হলেও এখনও তারা একসঙ্গে জ্বলে ওঠেননি৷ নারিন প্রথম ম্যাচে হালকা বিস্ফোরণ দেখালেও ক্রিস লিনের থেকে প্রত্যাশিত মানের ক্রিকেটটা এখনও পায়নি কেকেআর৷ আসলে চোট সারিয়ে কেকেআরেই ক্রিকেটে ফিরেছেন অজি এই ব্যাটসম্যান৷ পাশাপাশি দলের অভিজ্ঞ সৈনিক রবীন উত্থাপ্পাও নাইট জার্সিতে নিজের সপ্রতিভ রূপ দেখাননি৷ দলের ক্রিকেটারদের টুকরো টুকরো পারফরম্যান্সে দুটি জয় পেয়েছে কলকাতার দলটি৷
advertisement
এদিকে রাজস্থানের বড় বাজি হয়ে দেখা দিয়েছেন সঞ্জু স্যামসন৷ অজিঙ্ক রাহানে অবশ্য এখনও সেভাবে জ্বলে ওঠেননি৷ ইডেনে তাই তাঁর জ্বলে ওঠার সম্ভবনা রয়েছে৷ এদিকে আইপিএলের দামিতম পেসার জয়দেব উনদকট রাজস্থানের জার্সিতে ফ্লপ৷ কিন্তু  কেকেআর বোলিং অস্ত্রে তরুণ শিভম মাভি ও সিনিয়র পীযূষ চাওলারা বেশ ভালোই পারফর্ম করছেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বুধবার ফের নামছে কেকেআর, এক ক্লিকেই জেনে নিন দলের শক্তি-দুর্বলতা
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement