কিংসের বিরুদ্ধে নাইটের দামামা, গেইলকে আটকানোর ফর্মুলা খুঁজছে কেকেআর
Last Updated:
শনিবার কলকাতা মহারণ৷ টেবলের এক নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে৷ দীনেশ কার্তিকের কলকাতা ধীরে ধীরে দল হিসেবে দানা বাঁধছে৷
#কলকাতা: শনিবার কলকাতা মহারণ৷ টেবলের এক নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে৷ দীনেশ কার্তিকের কলকাতা ধীরে ধীরে দল হিসেবে দানা বাঁধছে৷
প্রতি ম্যাচের পারফরম্যান্সেই সেই প্রভাব চোখে পড়েছে৷ দলের প্রতিটি ক্রিকেটারই পারফরম্যান্স মোডে ঢুকে গেছেন৷ তরুণ শিভম মাভি থেকে সিনিয়র রবিন উত্থাপ্পা৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ অ্যাওয়ে ম্যাচে জিতেছে৷ অন্যদিকে পুরোপুরি জয়ের মোডে কিংস ইলেভেনও৷ তারা নিজেদের শেষ তিনটি ম্যাচেই জয় পেয়েছে৷ হায়দরাবাদের বিরুদ্ধে ১৫ রানে জিতেছে তারা৷
কেকেআরের নীতিশ রানা ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন৷ পরপর দুটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন নাইটদের এই ক্রিকেটার৷ পাশাপাশি দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও পীযূষ চাওলা বিপক্ষের ব্যাটসম্যানদের ভালোই বিপদে ফেলছেন৷ এই দুই বোলার নতুন বল হাতে টি-টোয়েন্টি ক্রিকেটে যেভাবে বিপক্ষকে বেঁধে রাখছেন তা নিঃসন্দেহে কুর্নিশযোগ্য৷
advertisement
advertisement
তবে কেকেআরের চিন্তার বিষয় তাঁদের অজি ব্যাটসম্যান ক্রিস লিনের অফফর্ম৷ পাঁচটি ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি৷ বিশেষত স্পিনারদের খেলায় একেবারেই দক্ষতা দেখাতে পারছেন না তিনি৷ ফলে কিংস ইলেভেন অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন নিজে এবং আফগান বোলার মুজিব –উর-রহমান তাঁকে বিপাকে ফেলার জন্য নিশ্চিতভাবে তৈরি হয়ে আছেন৷
এদিকে ওপেনারের ক্যামিও ভূমিকা গত মরশুমে কাঁপাকাঁপি পারফরম্যান্স দেওয়া সুনীল নারিন এখনও অবধি বিশেষ ভরসা দিতে পারেননি৷ ফলে কেকেআরের ওপেনিং স্লটটা এই মুহূর্তে বেশ নড়বড়ে রয়েছে৷ যদিও ব্যাট হাতে দায়িত্ব পালন করতে না পারলেও বল হাতে তাঁর নিজের দায়িত্বে দারুণ পারফরমার ক্যারিবিয়ান তারকা৷
advertisement
নাইট শিবিরের আরও একটা সু সমাচার আন্দ্রে রাসেলের ধামাক ফর্ম এবং কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ও রবিন উত্থাপ্পার ফর্মে ফেরা৷
তবে কেকেআর –র সব পজিটিভিটিই নেভেটিভে চলে যেতে পারে যদি প্রাক্তন নাইট ফের জ্বলে ওঠে৷ আসলে ক্রিস গেইলের কথা হচ্ছে ,একের পর এক যেরকম ধামাকা দেখাচ্ছেন তিনি তাতে বিপক্ষ শিবিররা নিশ্চিতভাবেই কাঁপছে৷ তাই কেকেআরকে যেমন শনিবারের ম্যাচে নিজেদের পারফর্ম করতে হবে তেমনিই নিঃসন্দেহে গেইলকে যেভাবে হোক জলদি প্যাক আপের ফর্মুলাও বার করতে হবে৷ ইতিমধ্যেই কলকাতায় ঢুকে গেছে কেকেআর,এবার তাদের সামনে মিশন কিংস৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 20, 2018 1:33 PM IST