কিংসের বিরুদ্ধে নাইটের দামামা, গেইলকে আটকানোর ফর্মুলা খুঁজছে কেকেআর

Last Updated:

শনিবার কলকাতা মহারণ৷ টেবলের এক নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে৷ দীনেশ কার্তিকের কলকাতা ধীরে ধীরে দল হিসেবে দানা বাঁধছে৷

#কলকাতা:  শনিবার কলকাতা মহারণ৷ টেবলের এক নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে৷ দীনেশ কার্তিকের কলকাতা ধীরে ধীরে দল হিসেবে দানা বাঁধছে৷
প্রতি ম্যাচের পারফরম্যান্সেই সেই প্রভাব চোখে পড়েছে৷ দলের প্রতিটি ক্রিকেটারই পারফরম্যান্স মোডে ঢুকে গেছেন৷ তরুণ শিভম মাভি থেকে সিনিয়র রবিন উত্থাপ্পা৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ অ্যাওয়ে ম্যাচে জিতেছে৷ অন্যদিকে পুরোপুরি জয়ের মোডে কিংস ইলেভেনও৷ তারা নিজেদের শেষ তিনটি ম্যাচেই জয় পেয়েছে৷ হায়দরাবাদের বিরুদ্ধে ১৫ রানে জিতেছে তারা৷
কেকেআরের নীতিশ রানা ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন৷ পরপর দুটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন নাইটদের এই ক্রিকেটার৷ পাশাপাশি দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও পীযূষ চাওলা বিপক্ষের ব্যাটসম্যানদের ভালোই বিপদে ফেলছেন৷ এই দুই বোলার নতুন বল হাতে টি-টোয়েন্টি ক্রিকেটে যেভাবে বিপক্ষকে বেঁধে রাখছেন তা নিঃসন্দেহে কুর্নিশযোগ্য৷
advertisement
advertisement
তবে কেকেআরের চিন্তার বিষয় তাঁদের অজি ব্যাটসম্যান ক্রিস লিনের অফফর্ম৷ পাঁচটি ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি৷ বিশেষত স্পিনারদের খেলায় একেবারেই দক্ষতা দেখাতে পারছেন না তিনি৷ ফলে কিংস ইলেভেন অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন নিজে এবং আফগান বোলার মুজিব –উর-রহমান তাঁকে বিপাকে ফেলার জন্য নিশ্চিতভাবে তৈরি হয়ে আছেন৷
এদিকে ওপেনারের ক্যামিও ভূমিকা গত মরশুমে কাঁপাকাঁপি পারফরম্যান্স দেওয়া সুনীল নারিন এখনও অবধি বিশেষ ভরসা দিতে পারেননি৷ ফলে কেকেআরের ওপেনিং স্লটটা এই মুহূর্তে বেশ নড়বড়ে রয়েছে৷ যদিও ব্যাট হাতে দায়িত্ব পালন করতে না পারলেও বল হাতে তাঁর নিজের দায়িত্বে দারুণ পারফরমার ক্যারিবিয়ান তারকা৷
advertisement
নাইট শিবিরের আরও একটা সু সমাচার আন্দ্রে রাসেলের ধামাক ফর্ম এবং কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ও রবিন উত্থাপ্পার ফর্মে ফেরা৷
তবে কেকেআর –র সব পজিটিভিটিই নেভেটিভে চলে যেতে পারে যদি প্রাক্তন নাইট ফের জ্বলে ওঠে৷ আসলে ক্রিস গেইলের কথা হচ্ছে ,একের পর এক যেরকম ধামাকা দেখাচ্ছেন তিনি তাতে বিপক্ষ শিবিররা নিশ্চিতভাবেই কাঁপছে৷ তাই কেকেআরকে যেমন শনিবারের ম্যাচে নিজেদের পারফর্ম করতে হবে তেমনিই নিঃসন্দেহে গেইলকে যেভাবে হোক জলদি প্যাক আপের ফর্মুলাও বার করতে হবে৷ ইতিমধ্যেই কলকাতায় ঢুকে গেছে কেকেআর,এবার তাদের সামনে মিশন কিংস৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কিংসের বিরুদ্ধে নাইটের দামামা, গেইলকে আটকানোর ফর্মুলা খুঁজছে কেকেআর
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement