ওয়ার্নারের জায়গায় সানরাইজার্সের অধিনায়ক কেন উইলিয়ামসন

Last Updated:

সানরাইজার্স হায়দরাবাদের নতুন অধিনায়ক কেন উইলিয়ামসন।

#হায়দরাবাদ: সানরাইজার্স হায়দরাবাদের নতুন অধিনায়ক কেন উইলিয়ামসন। ট্যুইটারে ঘোষণা আইপিএল ফ্র্যাঞ্চাইজির। বল বিকৃতিকাণ্ডে ডেভিড ওয়ার্নারকে ১ বছরের নির্বাসন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
তারপরই অজি ওপেনারকে আইপিএল থেকে ছেঁটে ফেলে বোর্ড। হায়দরবাদের নতুন অধিনায়ক কে হবেন ? কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে ভেসে উঠেছিল শিখর ধাওয়ানের নামও। কিন্তু কিউই ব্যাটসম্যানের উপরই আস্থা রাখলেন মালিকরা। বল বিকৃতিকাণ্ড নিয়ে উইলিয়ামসনের প্রতিক্রিয়া, ওয়ার্নার ভুল করেছেন। কিন্তু তিনি একজন ভাল মানুষ, ভাল ক্রিকেটার। এদিকে ওয়ার্নারের বদলি হিসেবে শ্রীলঙ্কার কুশল পেরেরাকে নেওয়ার ভাবনায় হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ওয়ার্নারের জায়গায় সানরাইজার্সের অধিনায়ক কেন উইলিয়ামসন
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement