ভবিষ্যতের সচিন-বিরাট হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন পৃথ্বী-শুভমান
Last Updated:
এ মরশুমে তরুণ পৃথ্বী শ এবং শুভমান গিল যেভাবে নিজেদের প্রতিভার বিস্ফোরণ দেখাচ্ছেন তাতে জাত চেনাচ্ছেন ৷
#কলকাতা: আইপিএলে ক্রিকেটারদের স্কিল পরীক্ষা হয় নাকি, এটা শুধুই অর্থ আর গ্ল্যামারের বিজ্ঞাপন তা নিয়ে তর্ক থাকতে পারে ৷ তবে এ মরশুমে তরুণ পৃথ্বী শ এবং শুভমান গিল যেভাবে নিজেদের প্রতিভার বিস্ফোরণ দেখাচ্ছেন তাতে জাত চেনাচ্ছেন ৷
পৃথ্বী শ অনেকদিনই সংবাদমাধ্যমের নজরে রয়েছেন ৷ তাঁর ক্রিকেট খেলার জন্য মুম্বই শহরের মধ্যে বাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন খোদ সচিন তেন্ডুলকর ৷ যাতে তাঁর যাতায়াত করতে সময় ও এনার্জি নষ্ট না হয় ৷ সচিনের পর বিরাটকে ব্যাটে নিজেদের লোগো ব্যবহার করতে দিয়েছে এমআরএফ ৷ তরুণ পৃথ্বীও খেলেন এই এমআরএফ লোগোর ব্যাট নিয়ে ৷ ফলে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের আগে থেকেই তিনি পরিচিত নাম ৷
advertisement
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ৬ ম্যাচে ২৬১ রান করেছিলেন তিনি ৷ ব্যাটিং গড় ৬৫.২৫ ৷ যা অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় অধিনায়কদের করা সবচেয়ে বেশি রান ৷ উন্মুক্ত চাঁদ থেকে বিরাট কোহলি সকলেই ছিলেন তাঁর চেয়ে পিছনে ৷
advertisement
advertisement
এখনও অবধি দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতেও সেই স্কিলের ঝলক দেখছে দুনিয়া ৷ দল খুব একটা ভালো জায়গায় হয়ত নেই, কিন্তু স্ট্রোক নির্বাচন , ইনিংস বিল্ডিং সবতেই নিজের দক্ষতা দেখাচ্ছেন এই তরুণ ৷ দিল্লির হয়ে এখনও অবধি ৪ টি ম্যাচে ১৪০ রান করেছেন তিনি ৷
advertisement
এদিকে দিন কয়েক ধরে শুভমান গিলকে নিয়ে একটা গুঞ্জন তৈরি হয়েছিল ৷ কেকেআর সঠিক ক্রিকেটার নিলাম থেকে তোলেনি ৷ বৃহস্পতিবার সিএসকে-র বিরুদ্ধে ম্যাচে, তাঁকে নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিল তরুণ ক্রিকেটারের ব্যাট ৷ দেখিয়ে দিলেন সঠিক জায়গায় সুযোগ পেলে পারফরম্যান্স দেওয়ার সবরকমের যোগ্যতা তাঁর রয়েছে ৷ এদিন মাত্র ৩৬ বলে ৫৭ রান করেন ১৮ বছরের তরুণ ৷ এবারের আইপিএলে তাঁর ঝোলায় রান ৭ ম্যাচে ১২২ ৷
advertisement
বিশ্বকাপের মঞ্চে এই তরুণ নিজের ঝাঁঝালো পারফরম্যান্স দিয়ে একটা জায়গা তৈরি করেছিলেন ৷ ২০১৮ –র বিশ্বকাপে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ৷ তাঁর আগে ছিলেন শুধু ওয়েস্ট ইন্ডিজের অ্যালিক অ্যাথানাজে ৷ তাঁর রান ছিল ৬ ম্যাচে ৪১৮ ৷ অন্যদিকে ভারতের শুভমানের ৫ ম্যাচে ৩৭২ রান ৷ ব্যাটিং গড় ছিল ১১২.৩৮ ৷ তিনি পরপর চারটি ম্যাচে ৫০ করেছিলেন ৷
advertisement
পৃথ্বী –শুভমান দুই তরুণ যেভাবে নিজেদের মেলে ধরছেন তাতে নিঃসন্দেহে ভারতীয় জার্সিতে এঁদের খেলা শুধু সময়ের অপেক্ষা ৷ এমনটাই বলছে ক্রিকেট মহল ৷ তবে আইপিএলের এই মঞ্চের প্রকাশকে ব্যবহার করতে হবে পজিটিভ ভাবে নচেৎ বিপদ ৷ প্রতিভা থাকলেই যথেষ্ট নয়, তাঁকে লালন করাও একটা বড় চ্যালেঞ্জ ৷ আর সেটার জন্যেই নিজেদের তৈরি করতে হবে পৃথ্বী-শুভমানদের ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2018 3:46 PM IST