ধাওয়ানের ব্যাটে কুপোকাৎ রাহানেরা, ৯ উইকেটে হেলায় জয় সানরাইজার্সের

Last Updated:

রাজস্থান রয়্যালস: ১২৫/ ৯ (২০ ওভার), সানরাইজার্স হায়দরাবাদ: ১২৭/ ১ ( ১৫.৫ ওভার )

রাজস্থান রয়্যালস: ১২৫/ ৯ (২০ ওভার)
সানরাইজার্স হায়দরাবাদ: ১২৭/ ১ ( ১৫.৫ ওভার )
২৫ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ
advertisement
#হায়দরাবাদ: সিএসকে-র পাশাপাশি নির্বাসন কাটিয়ে দু’বছর পর আইপিএলে এবছর প্রত্যাবর্তন হয়েছে রাজস্থান রয়্যালসেরও ৷ কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচটা ধোনির চেন্নাইয়ের মতো সুখকর হল না ওয়ার্নের রাজস্থান রয়্যালসের ৷ উপ্পলে এদিন ম্যাচ একপেশেভাবে হারল শিল্পা শেট্টির দল ৷ শিখর ধাওয়ানের ব্যাটে ভর করে ২৫ বল বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জিতল সানরাইজার্স ৷
advertisement
সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন এদিন টস জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠান ৷ দলের বোলাররাও তাঁকে হতাশ করেননি ৷ দুই ওপেনার রাহানে (১৩) এবং শর্ট (৪) অল্প রানে ফেরার পর এদিন তিন নম্বরে নামা সঞ্জু স্যামসন (৪৯) বাদে বলার মতো রান পাননি প্রায় কোনও ব্যাটসম্যানই ৷ কউল-শাকিবদের আটোসাঁটো বোলিংয়ের সামনে যথেষ্ট অসহায় দেখিয়েছে রাজস্থান ব্যাটসম্যানদের ৷ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি রাজস্থান ৷ জবাবে ব্যাট করতে নেমে একমাত্র ঋদ্ধিমান সাহা (৫)-র উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সানরাইজার্স ৷
advertisement
Photo: BCCI Photo: BCCI
হায়দরাবাদের জয়ের এদিন মূল কারিগর অবশ্যই শিখর ধাওয়ান ৷ তাঁর ৫৭ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংসই এদিন দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দেয় ৷ ১৩টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারিতে সাজানো তাঁর ইনিংস ৷ অধিনায়ক কেন উইলিয়ামসন অপরাজিত থাকেন ৩৬ রানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ধাওয়ানের ব্যাটে কুপোকাৎ রাহানেরা, ৯ উইকেটে হেলায় জয় সানরাইজার্সের
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement