মুম্বইয়ের বিরুদ্ধে শেষ বলে ম্যাচ জিতে আজ কলকাতায় আসছে সানরাইজার্স

Last Updated:

মুম্বই ইন্ডিয়ান্স: ১৪৭/৮ (২০ ওভার), সানরাইজার্স হায়দরাবাদ: ১৫১/৯ ( ২০ ওভার)

মুম্বই ইন্ডিয়ান্স: ১৪৭/৮ (২০ ওভার)
সানরাইজার্স হায়দরাবাদ: ১৫১/৯ ( ২০ ওভার)
১ উইকেটে জয়ী সানরাইজার্স
advertisement
#হায়দরাবাদ: একাদশ আইপিএলে ধোনির চেন্নাইয়ের মতোই শুরুটা দারুণ হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের ৷ ঘরের মাঠে পরপর দুটি ম্যাচ জেতা হয়ে গেল ধাওয়ানদের ৷ দিল্লি ডেয়ারডেভিলসের পর এবার মুম্বই ইন্ডিয়ান্সকেও হারাতে সফল সানরাইজার্স ৷
বৃহস্পতিবার আরও একটা নাটকীয় জয় তুলে নিতে সফল উইলিয়ামসন ব্রিগেড ৷ ম্যাচ জিততে শেষ বলে দরকার ছিল ১ রানের ৷ বিলি স্ট্যানলেককে এক রান নেওয়ার থেকে আটকাতে পারেননি মুম্বইয়ের বেন কাটিং ৷ অন্যদিকে ৩২ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন দীপক হুডা। ঘরের মাঠে পরপর দু’ম্যাচ জিতে এবার ইডেনে শনিবার নাইটদের মুখোমুখি হবেন ধাওয়ানরা ৷
advertisement
টস জিতে এদিন মুম্বই ইন্ডিয়ান্সকে আগে ব্যাট করতে পাঠান সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ সন্দীপ শর্মাদের আঁটোসাঁটো বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রানের বেশি করতে পারেনি মুম্বই ৷ রান তাড়া করতে নেমে ওপেনার শিখর ধাওয়ান ২৮ বলে ৪৫ রান করে শুরুটা ভাল করলেও সেই রানের গতি ধরে রাখতে ব্যর্থ হায়দরাবাদ ক্রিকেটাররা ৷ শেষপর্যন্ত শেষ বলে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মুম্বইয়ের বিরুদ্ধে শেষ বলে ম্যাচ জিতে আজ কলকাতায় আসছে সানরাইজার্স
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement