ইনদওরে জিতলেও বোলারদের ফর্ম চিন্তায় রাখবে নাইট অধিনায়ককে

Last Updated:

কলকাতা নাইট রাইডার্স: ২৪৬/৬ ( ২০ ওভার ), কিংস ইলেভেন পঞ্জাব: ২১৪/৮ ( ২০ ওভার )

কলকাতা নাইট রাইডার্স: ২৪৬/৬ ( ২০  ওভার )
কিংস ইলেভেন পঞ্জাব: ২১৪/৮ ( ২০ ওভার )
৩১ রানে জয়ী কেকেআর
advertisement
#ইনদওর: আইপিএলে প্লে অফের লড়াইয়ে রইল কেকেআর। ইনদওরে হাই স্কোরিং ম্যাচে চার-ছক্কার ফুলঝুরি। পঞ্জাবের বিরুদ্ধে জয় ৩১ রানে। ২ পয়েন্ট পেলেও কার্তিকের কাঁটা রয়ে গেল কুলদীপ, চাওলাদের বোলিং ব্যর্থতা।
দরকার ছিল বড় ব্যবধানে জয়। জয়টা এল। তবে বড় ব্যবধানে নয়। রান-রেটটা রয়ে গেল মাইনাসেই। তবে ২ পয়েন্টটা নাইটদের প্লে-অফের আশা অনেকটাই বাঁচিয়ে রাখল। বড় রানের ভিতটা তৈরি করে দিয়েছিলেন লিন-নারিন। লিন ২৭-য়ে ফিরলেও এদিন অন্য মেজাজে ছিলেন নারিন। করলেন ৩৯ বলে ৭৫। আর শেষদিকে ছিল রাসেল-ডিকে-র তাণ্ডব। কলকাতার ইনিংসের পাশে ৬ উইকেটে ২৪৫। যা এবারের আইপিএলে সর্বোচ্চ। আইপিএলের ইতিহাসে কলকাতারও সর্বোচ্চ। ভাঙল ১০ বছরের পুরনো রেকর্ড।
advertisement
LC7A9052
২৪৬ বিশাল টার্গেট। ভালই শুরু করেছিলেন গেইল ও রাহুল। ক্যারিবিয়ান দৈত্য অল্প রানে ফিরলেও তাণ্ডবের মেজাজে ছিলেন রাহুল। মনোজ-যুবিহীন দুর্বল মিডল অর্ডার থেকে অবশ্য কোনও সাহায্য পান নি তিনি। দশম ওভারে ডান-হাতি কর্ণাটকি ফেরার সঙ্গে সঙ্গে প‍ঞ্জাবের জেতার সামান্য আশাটুকুও শেষ হয়ে যায়। শেষদিকে অধিনায়ক অশ্বিন চেষ্টা করেছিলেন পাহাড়প্রমাণ টার্গেটটা ছুঁতে। কিন্তু চেষ্টাটা যথেষ্ট ছিল না । নাইটরা প্রথমে ২৪৫ তোলার পরই কার্যত তখন ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়। ৩১ রানে জিতলেও কার্তিকের চিন্তা বাড়াল বোলারদের গুচ্ছ গুচ্ছ রান দেওয়া।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ইনদওরে জিতলেও বোলারদের ফর্ম চিন্তায় রাখবে নাইট অধিনায়ককে
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement