গেইলকে কীভাবে সামলাতে হয় জানা আছে আমাদের: ভেত্তোরি
Last Updated:
প্রথম ম্যাচে হারের পর এবার ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া বিরাটরা ৷
#বেঙ্গালুরু: ইডেনে প্রথম ম্যাচে নাইটদের কাছে হারের পর আজ শুক্রবার ঘরের মাঠে প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে নামছে বিরাটের আরসিবি ৷
প্রথম ম্যাচে হারের পর এবার ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া বিরাটরা ৷ প্রতিবছরের মতো এবছরও টুর্নামেন্ট জেতার অন্যতম দাবিদার আরসিবি ৷ কিন্তু এখনও পর্যন্ত একবারও আইপিএল জিততে ব্যর্থ বিরাটরা ৷ এবারও শুরুটা হার দিয়ে হওয়ায় হতাশ বেঙ্গালুরু সমর্থকরা ৷ আজকের ম্যাচে কিংস ইলেভেনের হয়ে ওপেন করতে দেখা যেতে পারে ক্রিস গেইলকে ৷ যিনি একসময় বিরাটদের দলেরই অন্যতম প্রধান অস্ত্র ছিলেন ৷
advertisement
গেইলকে নিয়ে কোনও বিশেষ প্ল্যান আছে কী ? আরসিবি-র কোচ ড্যানিয়েল ভেত্তোরি কিন্তু বলে দিচ্ছেন ‘‘ ক্রিস কী রকম ব্যাটসম্যান, সেটা আমরা খুব ভাল করে জানি। জানি, ওকে কী ভাবে সামলাতে হয়। দেখা যাক, ও খেলে কি না।’’
advertisement
দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে মোহালিতে প্রথম ম্যাচে না খেললেও চিন্নাস্বামীতে আজ গেইলের খেলার সম্ভাবনা প্রবল ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 13, 2018 12:01 PM IST