জমে উঠেছে আইপিএলে প্লে অফে ওঠার অঙ্ক,মুম্বই হারায় কী লাভ হল নাইটদের ?
Last Updated:
অঙ্কের নিরিখে এখন প্লে অফে ওঠার দৌড়ে বেশ কয়েকটি দল থাকলেও জায়গা পড়ে রয়েছে মাত্র দুটিই ৷
#কলকাতা: লড়াই জমে উঠেছে আইপিএলের ৷ অঙ্কের নিরিখে এখন প্লে অফে ওঠার দৌড়ে বেশ কয়েকটি দল থাকলেও জায়গা পড়ে রয়েছে মাত্র দুটিই ৷ রবিবার হায়দরাবাদকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস ৷ পাশাপাশি রাজস্থানের কাছে হেরে আইপিএলে প্লে অফে ওঠার লড়াই জমিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ কারণ এখন কেকেআর, কিংস ইলেভেন, মুম্বই ইন্ডিয়ান্সের পাশাপাশি প্লে অফে ওঠার দৌড়ে ভালমতোই উঠে এসেছে রাজস্থান রয়্যালস ৷
অঙ্কের বিচারে এখনও টিকে রয়েছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও ৷ তবে রবিবার মুম্বই হেরে যাওয়ায় কিছুটা সুবিধা হয়েছে নাইটদের ৷ কারণ এখন নিজেদের শেষ দুটি ম্যাচ জিতলেই প্লে অফে পৌঁছে যাবেন কার্তিকরা ৷ কিন্তু দু’টোর মধ্যে কোনও একটা ম্যাচ জিতলে আবার নেট রানরেটের অঙ্ক সামনে চলে আসবে ৷
advertisement
advertisement
১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবলে চার নম্বরে রয়েছে নাইটরা ৷ পঞ্জাব এবং আরসিবি-র তিন ম্যাচ বাকি থাকলেও বাকি প্রত্যেকেরই এখন ২টি করে ম্যাচ বাকি ৷ সেদিক থেকে দেখতে গেলে কিছুটা অ্যাডভান্টেজ প্রীতির কিংস ইলেভেনের ৷ তাদের বাকি তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতলেই হবে ৷ কিন্ত কেকেআর, রাজস্থান, মুম্বই এবং আরসিবিকে এখন বাকি সব ম্যাচ জেতা ছাড়া আর কোনও উপায় নেই ৷ এখনও পর্যন্ত তৃতীয় হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে পঞ্জাব ৷ তাই মূল লড়াই চতুর্থ বা শেষ জায়গাটিকে নিয়েই ৷
advertisement
একমাত্র দিল্লি ছাড়া বাকি সব দলই প্লে অফে ওঠার দৌড়ে রয়েছে ৷ কেকেআরের কাছে প্লে অফে ওঠার অঙ্ক অত্যন্ত সহজ ৷ সেটা হল বাকি দু’টো ম্যাচই জেতা ৷ সেক্ষেত্রে আর নেট রানরেট দেখারও প্রয়োজন পড়বে না ৷ কিন্তু নাইটদের শেষ দুই ম্যাচ খেলতে হবে রাজস্থান এবং লিগ টেবলে এক নম্বরে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে ৷ ইডেনে তাই মঙ্গলবার রাহানেদের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ খেলতে নামছেন কার্তিকরা ৷ ওই ম্যাচ যে জিতবে, প্লে অফে ওঠার দৌড়ে তারাই এগিয়ে যাবে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2018 10:04 AM IST