কেকেআর অধিনায়ক কার্তিকের কোন অনুরোধ রাখলেন শাহরুখ ?
Last Updated:
ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শোচনীয় হারের পর কিং খানের মুষড়ে পড়া ছবি দেখে প্রত্যেক কেকেআর সমর্থকের মতো হতাশ হয়েছিলেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিকও ৷
#কলকাতা: ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শোচনীয় হারের পর কিং খানের মুষড়ে পড়া ছবি দেখে প্রত্যেক কেকেআর সমর্থকের মতো হতাশ হয়েছিলেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিকও ৷ মুম্বইয়ের কাছে ধরাশায়ী হওয়ার পর স্বয়ং কিং খান টুইট করে লিখেছিলেন নাইটদের মধ্যে টিম স্পিরিটের অভাবই তাঁর চোখে পড়েছে ৷ কিন্তু কিংস ইলেভেনের বিরুদ্ধে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় কার্তিক ব্রিগেড ৷ ৩১ রানে জিতে প্লে অফে ওঠার দৌড়ে এখন টিকে রয়েছে কেকেআর ৷
আগামী দুটি ম্যাচ এখন নাইট শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ওই দু’টো ম্যাচ জিতলেই সরাসরি প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করবে কেকেআর ৷ এই অবস্থায় দলকে তাতানোর কাজটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ যে কাজটা সবচেয়ে ভাল করে থাকেন খোদ নাইট মালিক শাহরুখ খানই ৷ কিং খানের কাছে তাই একটা অনুরোধ অধিনায়ক কার্তিক করেছিলেন ৷ সেটা হল তিনি যেন একটু হাসেন ৷ শাহরুখের এমন মুষড়ে পড়া ছবি দেখতে তাঁর ভাল লাগছে না ৷ কার্তিকের সেই অনুরোধ অবশ্য রেখেছেন বাদশা ৷ টুইটারে তাঁর হাসিমুখে একটা ছবি পোস্ট করে শাহরুখ লেখেন ‘‘ আগের ম্যাচের পর আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম ৷ আমার অধিনায়ক দীনেশ কার্তিক আমায় হাসতে বলেছিল ৷ এই ছবিটা ওর জন্য ৷ রাসেল, প্রসিদ্ধ, নারিন, কেকেআর সবাইকে ধন্যবাদ ৷ আমাদের এখন সামনে এগোতে হবে ৷ আরও উঁচুতে উঠতে হবে ৷ ’’
advertisement
advertisement
My Captain @DineshKarthik asked me to smile cos I was so disappointed at the match before. This pic is for him. Thx @Russell12A @prasidh43 @SunilPNarine74 & #KKRTeam. Onwards & up... pic.twitter.com/G83DqW8Iwm
— Shah Rukh Khan (@iamsrk) May 13, 2018
advertisement
Location :
First Published :
May 14, 2018 9:17 AM IST