#কলকাতা: স্টার্ক ছিটকে যেতেই পছন্দ বদল। ইডেনে পেসের বদলে স্লো-টার্নারে ঝুঁকছে নাইটরা। হিথ স্ট্রিকের মাধ্যমে সৌরভকে বার্তা পাঠিয়েছেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। তবে সূত্র বলছে, নাইটদের চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব নয়। কেন ? আইপিএলের পিচ নিয়ে আগেই সিএবিকে চার দফা নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে বোর্ড। ২২ গজ দেখতে ছুটে এসেছেন পূর্বাঞ্চলের কিউরেটর আশিস ভৌমিক। তাই সুজন মুখোপাধ্যায় আপাতত উভয় সঙ্কটে। শ্যাম রাখি না কূল ! বদলে যাওয়া ইডেনের চরিত্র অনুযায়ী বাউন্স থাকছেই। বাকিটা ঘাস ছেঁটে যা দাঁড়ায় ৷
এদিকে ওপেনার নারিনকে নিয়ে রহস্য রাখলেন কাটিচ ৷ কাটিচ এখনও তাঁকে বাতিল করেননি। কিন্তু অন্য কথা বলছে প্র্যাকটিস ম্যাচের ছবি। এবারও কি কেকেআরে ওপেনার নারিনে ফাটকা ? জোড়া মহড়া ম্যাচ হোক বা নেট। প্রস্তুতিতে ওপেনারের রোলে বারবার এগিয়ে লিন-উথাপ্পা। তবে ব্যাটিং কোচের দাবি, সব পজিশনেই ভাল বিকল্প রেডি। বৃহস্পতিবার নাইট সংসারে ঢুকে পড়লেন নতুন অতিথি টম কুরান। এদিকে গম্ভীর-পর্ব মন থেকে মুছেই ফেলেছেন কাটিচ। দাবি করছেন, পুরো ভরসা আছে ক্যাপ্টেন কার্তিকে। মনীশ পাণ্ডে, সূর্যকুমারদের অভাব নিয়েও চিন্তিত নন কাটিচ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Eden Gardens, Kkr, KKR Practice, Kolkata Knight Riders 2018