গ্রিন টপের বদলে ইডেনে স্লো-টার্নারের চাহিদা, স্টার্ক ছিটকে যেতেই পছন্দ বদল নাইটদের

Last Updated:

স্টার্ক ছিটকে যেতেই পছন্দ বদল। ইডেনে পেসের বদলে স্লো-টার্নারে ঝুঁকছে নাইটরা।

#কলকাতা: স্টার্ক ছিটকে যেতেই পছন্দ বদল। ইডেনে পেসের বদলে স্লো-টার্নারে ঝুঁকছে নাইটরা। হিথ স্ট্রিকের মাধ্যমে সৌরভকে বার্তা পাঠিয়েছেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। তবে সূত্র বলছে, নাইটদের চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব নয়। কেন ? আইপিএলের পিচ নিয়ে আগেই সিএবিকে চার দফা নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে বোর্ড। ২২ গজ দেখতে ছুটে এসেছেন পূর্বাঞ্চলের কিউরেটর আশিস ভৌমিক। তাই সুজন মুখোপাধ্যায় আপাতত উভয় সঙ্কটে। শ্যাম রাখি না কূল ! বদলে যাওয়া ইডেনের চরিত্র অনুযায়ী বাউন্স থাকছেই। বাকিটা ঘাস ছেঁটে যা দাঁড়ায় ৷
এদিকে ওপেনার নারিনকে নিয়ে রহস্য রাখলেন কাটিচ ৷ কাটিচ এখনও তাঁকে বাতিল করেননি। কিন্তু অন্য কথা বলছে প্র্যাকটিস ম্যাচের ছবি। এবারও কি কেকেআরে ওপেনার নারিনে ফাটকা ? জোড়া মহড়া ম্যাচ হোক বা নেট। প্রস্তুতিতে ওপেনারের রোলে বারবার এগিয়ে লিন-উথাপ্পা। তবে ব্যাটিং কোচের দাবি, সব পজিশনেই ভাল বিকল্প রেডি। বৃহস্পতিবার নাইট সংসারে ঢুকে পড়লেন নতুন অতিথি টম কুরান। এদিকে গম্ভীর-পর্ব মন থেকে মুছেই ফেলেছেন কাটিচ। দাবি করছেন, পুরো ভরসা আছে ক্যাপ্টেন কার্তিকে। মনীশ পাণ্ডে, সূর্যকুমারদের অভাব নিয়েও চিন্তিত নন কাটিচ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গ্রিন টপের বদলে ইডেনে স্লো-টার্নারের চাহিদা, স্টার্ক ছিটকে যেতেই পছন্দ বদল নাইটদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement