Home /News /sports /
বিরাটের জন্য আলাদা কোনও প্ল্যান নেই, দাবি কালিসের

বিরাটের জন্য আলাদা কোনও প্ল্যান নেই, দাবি কালিসের

Jacques Kallis. (BCCI Photo)

Jacques Kallis. (BCCI Photo)

ইডেনে প্রোটিয়াদের জার্সিতে একসঙ্গে খেলেছেন। কিন্তু রবিবার দুই সতীর্থই একে-অন্যের প্রতিপক্ষ।

 • Share this:

  #কলকাতা: ইডেনে প্রোটিয়াদের জার্সিতে একসঙ্গে খেলেছেন। কিন্তু রবিবার দুই সতীর্থই একে-অন্যের প্রতিপক্ষ। আইপিএলে আলাদা ডাগ-আউটে। একদিকে কালিস, উল্টোদিকে কার্স্টেন।

  একাদশতম আইপিএলে আরসিবির দায়িত্বে বিশ্বজয়ী কোচ। কেকেআরে কালিসের ঝুলিতে তেমন সাফল্য নেই। তবে নিজেদের মধ্যে কোনও লড়াই দেখছেন না কালিস। প্রথম ম্যাচে নিজেদেরকেই বরং আন্ডারডগ বললেন কেকেআর কোচ।

  কার্তিক, উথাপ্পাদের নির্দিষ্ট ব্যাটিং অর্ডারে আপত্তি রয়েছে টিম ম্যানেজমেন্টের। বিরাটকে নিয়েও কোনও আলাদা প্ল্যান নয় ৷ বরং কালিসের ভাবনায় গোটা টিম আরসিবি। টুর্নামেন্টে মোমেন্টাম পেতে টার্গেট প্রথম ম্যাচে জয়। শুক্রবারই নাইট নেটে অনুশীলন শুরু করেন কুরান। তাঁকে এবার টুর্নামেন্টে বড় ভূমিকায় ভাবছেন কালিস।

  First published:

  Tags: IPL 2018, Jacques Kallis, Kkr, RCB, Virat Kohli

  পরবর্তী খবর